Pages

Tuesday, October 11, 2011

খালেদা জিয়া আবার হিন্দু বিদ্বেষী কথা বলেছে




‘সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে’ বলে স্মরণ করিয়ে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘তারা (সরকার) এখন দেব-দেবীতে বিশ্বাস করে। এরই মধ্যে তারা পূজাপার্বনও শুরু করে দিয়েছে। কিন্তু আমরা আল্লাহর ওপর ঈমান রেখে দেশের মানুষের মঙ্গল ও কল্যাণে কাজ করতে চাই।’ 


সোমবার দুপুরের পর নরসিংদীর ইটাখোলায় পূর্ব নির্ধারিত রোডমার্চ রুটের দ্বিতীয় পথসভায় ভাষণ দানকালে তিনি এ কথা বলেন। 

খালেদা জিয়ার এই মনোভাব নতুন নয়। এই সাম্প্রদায়িক দানব ১৯৯৬ সালে বলেছিলেন, হাসিনা জিতলে মসজিদে মসজিদে উলু দেয়া হবে। তিনি ভেবেছিলেন উলু বোধ হয় হিন্দুরা দেয়। এটা যে মুসলমানরা দেয় তার জানাই ছিল না। সৌদি রাজ পরিবারের বিয়েতেও শুনেছি বর এলে উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তার প্রয়াত স্বামী প্রথমে সংবিধানের মূল কাঠামোয় সরাসরি আক্রমণ করেন। 

আমাদের অমুসলিমদের আল্লাহ এবং বিসমিল্লাহ মানতে বাধ্য করেছিলেন। 

বি চৌধুরী তখন বিনপিতে ছিলেন উনি এক হাতে "গীতা "আরেক হাতে " কোরআন" নিয়ে বলেছিলেন আঃলীগকে ভোট দিলে দেশে গীতার শাসন কায়েম হবে ।আর বিনপিকে ভোট দিলে কোরআনের শাসন কায়েম হবে।এরাই হচ্ছে সবাজের আসল শত্রু। ২০০১ সালের নির্বাচনে মিথ্যা ও অর্ধ সত্যের সংমিশ্রনে তৈরি করেছিল সাবাশ বাংলাদেশ। 

এইভাবে চলছে দেশ। হিন্দুদের ধর্মীয় অনুভুতির কোন দাম নাই। তাই মির্জা ফকরুল যখন বলেন হিন্দুরা কেন নৌকা মার্কায় ভোট দেয় তা তদন্ত করতে হবে তখন বলি আগে নিজেরা সুদরাও তারপর কথা বল।