খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল গ্রামে গতকাল হিন্দু পরিবারের ওপর যুবলীগ নেতার হামলায় মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোল্লা ওরফে জারসী দীর্ঘদিন থেকে অহেতুক তার বসতভিটার মালিকানা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ওই আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার নাছের আলী মোড়লের সহোদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আছের আলী মোড়ল ও মেম্বারের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এতে নির্মল সরকার, সামীত্রা রানী সরকার, চাপাতি সরকার, তারক সরকার, সুদীপ সরকার, বিশাখা রানী সরকার, বিশাখা বালা ও শিব সরকার আহত হন। এদের মধ্যে নির্মল সরকারকে আশঙ্কাজনক অবস্থায় জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম । অর্থাৎ যা চিরন্তন , শাশ্বত । স্বামী বিবেকানন্দ একে সকল ধর্মের প্রসূতি স্বরূপ বলে নির্দেশ করেছেন । কারণ এই বিশ্বে প্রচলিত ধর্ম মত গুলির প্রায় সব গুলির মূল ভাব হিন্দু ধর্মে দেখা যায় । অনেক ভাষাতে হিন্দু ধর্মের উপর সাইট থাকলেও বাংলা ভাষাতে একেবারেই হাতে গোনা। কিছু ওয়েবসাইট আবার বন্ধও হয়ে গেছে। তাই বাংলা ভাষায় হিন্দু ধর্মের মহিমা প্রচারের জন্যই আমাদের এই আয়োজন বাঙ্গালি হিন্দু পোস্ট।
Pages
▼
Thursday, June 21, 2012
কয়রায় যুবলীগ সন্ত্রাসীদের হামলায় হিন্দু পরিবারের আহত ৮
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল গ্রামে গতকাল হিন্দু পরিবারের ওপর যুবলীগ নেতার হামলায় মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোল্লা ওরফে জারসী দীর্ঘদিন থেকে অহেতুক তার বসতভিটার মালিকানা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ওই আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার নাছের আলী মোড়লের সহোদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আছের আলী মোড়ল ও মেম্বারের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এতে নির্মল সরকার, সামীত্রা রানী সরকার, চাপাতি সরকার, তারক সরকার, সুদীপ সরকার, বিশাখা রানী সরকার, বিশাখা বালা ও শিব সরকার আহত হন। এদের মধ্যে নির্মল সরকারকে আশঙ্কাজনক অবস্থায় জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment