সুশান্ত বান্দা
ছবিটি দেখে মনে হতে পারে কোন বিশাল আকৃতির স্টাচু কোন এক সুবিশাল যাদুঘর প্রদর্শনের জন্য রাখা হয়েছে । কিন্তু দেখে মনে হলেও প্রকৃতপক্ষে এটি কোন যাদুঘরে নয় বরঞ্চ একটি বিমানবন্দরেই অবস্থিত । তাও আবার দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধের সময় কূর্ম অবতারের কাহিনীটি তুলে ধরা হয়েছে । তবে সবচেয়ে মজার ব্যাপার হল এ সুবিশাল স্ট্যাচুটি অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমান বন্দরে । কোন আন্তর্জাতিক বিমান বন্দরে সনাতন ধর্মের এরকম প্রদর্শনী বোধহয় আর কোথাও নেই ।
ছবিটি দেখে মনে হতে পারে কোন বিশাল আকৃতির স্টাচু কোন এক সুবিশাল যাদুঘর প্রদর্শনের জন্য রাখা হয়েছে । কিন্তু দেখে মনে হলেও প্রকৃতপক্ষে এটি কোন যাদুঘরে নয় বরঞ্চ একটি বিমানবন্দরেই অবস্থিত । তাও আবার দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধের সময় কূর্ম অবতারের কাহিনীটি তুলে ধরা হয়েছে । তবে সবচেয়ে মজার ব্যাপার হল এ সুবিশাল স্ট্যাচুটি অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমান বন্দরে । কোন আন্তর্জাতিক বিমান বন্দরে সনাতন ধর্মের এরকম প্রদর্শনী বোধহয় আর কোথাও নেই ।
No comments:
Post a Comment