Pages

Monday, July 16, 2012

বেদে জল সম্পর্কে কি বলা হয়েছে?



ভূপৃষ্ঠের ৭০.৯ শতাংশই হল জল। পৃথিবীতে যাবতীয় জীবনের লক্ষণ প্রকাশের জন্যে জল অপরিহার্য। পৃথিবীতে পাওয়া বেশিরভাগ জলই সাগর বা মহাসাগরের। এছাড়াও ভূপৃষ্ঠের নীচের ভৌমজল (প্রায় ১.৬ শতাংশ) এবং খুবই নগন্য পরিমাণে (০.০০১ শতাংশ) বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, মেঘ ও অধঃক্ষেপ পৃথিবীতে জলের অন্যতম উৎস। সমুদ্রের জলই ভূপৃষ্ঠে পাওয়া জলের মূল উৎস (প্রায় ৯৭ শতাংশ); এছাড়া হিমবাহ ও মেরুদেশীয় বরফ (প্রায় ২.৪ শতাংশ) এবং নদী, হ্রদ ও জলাশয় ভূপৃষ্ঠের জলের অন্যতম উৎস (প্রায় ০.৬ শতাংশ)। ভূপৃষ্ঠে পাওয়া জলের খুব সামান্য অংশ বিভিন্ন জীবদেহ এবং তা থেকে উৎপন্ন পদার্থগুলিতে থাকে।
 


বেদে জল সম্পর্কে কি বলা হয়েছে তা দেখে নেইঃ

(ঋগ্বেদ ১০।৯ এবং অথরববেদ ১।৫)

১। শক্তির উৎসঃ

आपो हि ष्ठा मयोभुवस्ता न ऊर्जे दधातन |
महेरणाय चक्षसे || ऋ10.9.1, अथर्व 1.5.1

এই জগতকে সুন্দর করে গড়ে তোলার ক্ষমতা জলের আছে।

২। খাদ্যগুণঃ

यो वः शिवतमो रसस्तस्य भाजयतेह नः |
उशतीरिवमातरः || ऋ10.9.2,अथर्व 1.5.2

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জল আমাদের পুষ্টি দেয় ঠিক যেমন নবজাতক মায়ের কাছ থেকে পুষ্টি পায়।

৩। জীবন গুনঃ

तस्मा अरं गमाम वो यस्य क्षयाय जिन्वथ |
आपोजनयथा च नः ||ऋ10.9.3, अथर्व 1.5.3

জলের ভিতরের জীবন্ত জিনিষ মানুষের জীবনশক্তি বাড়ায়।

৪। জলের পবিত্র গুণঃ

शं नो देवीरभिष्टय आपो भवन्तु पीतये |
शं योरभि सरवन्तु नः || ऋ10.9.4, अथर्व 1.6.1

জলের পবিত্র গুণ যেন আমাদের শান্তি ও উন্নতি দান করে। আমাদের রোগশোক থেকে মুক্তি ও সুরক্ষা করুক।

৫। জলের চিকিৎসা গুণঃ

ईशाना वार्याणां कषयन्तीश्चर्षणीनाम |
अपोयाचामि भेषजम || ऋ10.9.5, अथर्व 1.5.4

জলের রোগমুক্তি ক্ষমতা আছে। আমরা যেন তা জানতে পারি।

৬।
अप्सु मे सोमो अब्रवीदन्तर्विश्वानि भेषजा |
अग्निं चविश्वशम्भुवम ||ऋ10.9.6 अथर्व 1.6.2

জলের রোগমুক্তি ও স্বাচ্ছন্দ্য দানের ক্ষমতা আছে।

৭। आपः पृणीत भेषजं वरूथं तन्वे मम |
ज्योक चसूर्यं दृशे || ऋ10.9.7, अथर्व 1.6.3

জলের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দিরায়ু দানের ক্ষমতা আছে।

যজুর্বেদ হতেঃ

श्वात्रा: पीता भवत यूयमापो अस्माकमान्तरुदरे सुशेवा: |
ता अस्मभ्यमयक्ष्मा अनमीवा अनागस: स्वदन्तु देवीरमृता ऋतावृध: || यजु: 4.12

যখন আমি জলপান করি,আমার পাকস্থলীতে, সাথে সাথে আমাকে অত্যন্ত দ্রুত ভালোলাগার অনুভূতি দেয়। আমি যা পান করি তা যেন আমার রোগমুক্তি ঘটায়, স্বসাদু হয় এবং আমাকে সতেজ করে যাতে আমার গুণাবলী বিকশিত হয়।

इदमापः प्र वहत यत किं च दुरितं मयि |
यद्वाहमभिदुद्रोह यद व शेप उतानृतम || ऋ10.9.8, AV 7.89.3

এই প্রবাহমান জলধারা যেন আমার মনের সকল কালিমা ধুয়ে নিয়ে যায় আবর্জনার মত।

आपो अद्यान्वचारिषं रसेन समगस्महि |
पোধ स्वानग्ना गहि तं मा सं सृज वर्चसा ||ऋ10.9.9

জলদূষণ রোধ কর জাতে রোগ না ছড়ায়। 

No comments:

Post a Comment