Pages

Sunday, July 29, 2012

ভাগবতের আলোকে নিউটনের তৃতীয় সূত্র


সুশান্ত বান্দা




প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে

তেমনি ভাগবতে বলছে ধর্ম হচ্ছে ভগবৎপ্রদত্ত আইন, এই আইন ভঙ্গ করলে তাকে অবশ্যই দুঃখ পেতে হয়
ভগবানের প্রতি অবাধ্যতা হলে পাপ হয়, আর পাপ হলে দুঃখের সৃষ্টি হয় যেমনঃ

# কলকারখানা থেকে যে দূষণ হয়, সে দূষণ থেকে বায়ু দূষিত হয় যার ফলে শ্বাস নেওয়ার জন্য সতেজ বায়ুর অভাব হয়
#
আবার কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ বের হয় তা পানি দূষিত করে যার ফলে ভাল পানি আমরা পাচ্ছি না
#
তামাকদ্রব্য উৎপাদনের জন্য বা চাষ করার জন্য আমরা ভূমি ব্যবহার করে থাকি যার ফলে ভূমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্যাভাব দেখা দেয়
#
লক্ষ লক্ষ গোহত্যা বা পশু হত্যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় । (আইনষ্টাইনের পেইনওয়েব থিওরি)
#
দিন দিন শিল্প কারখানা বৃদ্ধি হওয়ার ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, যার ফলে মেরুপ্রদেশের বরফগুলো গলে যায় এবং জলচ্ছাস, বন্যা থেকে শুরু হয়ে এমনকি আবহাওয়া পর্যন্ত পরিবর্তন করে দেয়
#
বেশি বেশি মাংসের কারখানা বৃদ্ধি হওয়ার ফলে পানির দুষ্প্রাপ্যতা দেখা দিচ্ছে
#
গাছপালা নিধন, বন নিধন বা বন উজাড় করে দিচ্ছে ফলে বায়ুতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমান বৃদ্ধি পায় যার ফলে রোগব্যাধি বেড়ে যাচ্ছে
#
আধুনিক ইদুর দৌড়ের ফলে মানুষ পঁচা-বাসি খাবার আহার করছে যার ফলে মানসিক চাপ, হৃদ সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে
#
অবৈধ যৌনসঙ্গের ফলে এইডস হচ্ছে
বেশি বেশি ধূমপানের ফলে ক্যান্সার হচ্ছে
বেশি বেশি মদ্যপানের ফলে লিভার সমস্যা হচ্ছে
বেশি বেশি জুয়া খেলার ফলে মানুষের নৈতিকতা নষ্ট হচ্ছে যার ফলে লোভ, ঈর্ষা ও ক্রোধের সৃষ্টি হচ্ছে

আসুন আমরা আমাদের জীবন এই শাস্ত্র অনুযায়ী পরিচালিত করি, ভগবান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমরা জীবনযাপণ করি তাহলে আমরা সুখে থাকতি পারি

No comments:

Post a Comment