Pages

Sunday, August 5, 2012

যুক্তরাষ্ট্রে শিখ উপাসনালয়ে গুলি, নিহত ৭









যুক্তরাষ্ট্রের উইসকনসিনে শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়ে এক অস্ত্রধারী ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে ৬ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। রোববার সপ্তাহিক উপাসনার সময় এ ঘটনা ঘটে। অস্ত্রধারী ওই ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছে। 


কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলে দাবি করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানী সময় সকাল ১০.৩০ মিনিটে শিখদের মন্দিরের রান্নাঘরে প্রবেশ করে ওই অস্ত্রধারী ব্যক্তি এলোপাতাড়ি গুলি করা শুরু করে। রান্নাঘরে ওই সময় নারীরা খাবার তৈরি করছিলেন। 

সন্দেহভাজন হামলাকারী আনুমানিক ৪০ বছর বয়সী টাক মাথার শ্বেতাঙ্গ বলে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, ট্যোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভের মুখপাত্র থমাস এহরান জানান। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

নিহতদের মধ্যে ৩ জন মন্দিরের ভেতরে এবং বন্দুকধারী হামলাকারীসহ ৪ জন মন্দিরের বাইরে নিহত হয়েছেন বলে জানা গেছে। 

পুলিশ কর্মকর্তা জন অ্যাডওয়ার্ড জানান, হামলাকারীর গুলিতে আহত এক ব্যক্তির সাহায্যের আবেদনে সাড়া দিয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসার পর বন্দুকধারীর চোরাগোপ্তা হামলার শিকার হয় তারাও। এতে এক পুলিশ গুরুতর আহত হয়েছেন। 

এ সময় অপর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। 

তিনি বলেন, হামলাকারী সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। এমন কী কোন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সে বিষয়ে জানাতেও অপারগতা প্রকাশ করেন তিনি। 

অ্যাডওয়ার্ড আরো জানান, আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি বেঁচে যাবেন। গুরুতর আহত অপর দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা অত্যন্ত ‘মর্মাহত’। তিনি জানিয়েছেন, এই হামলার পূর্ণ তদন্ত করা হবে বলে তার প্রশাসন অঙ্গীকার করেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৯ ঘ. 

1 comment: