Pages

Thursday, May 16, 2013

ফেসবুকে নিরাপদ থাকুন



আপনার ফেসবুক অ্যাকাউন্ট কতটুকু নিরাপদ তা জানার জন্য প্রথমে ফেসবুকে ঢোকার (লগ-ইন) পর http://goo.gl/OqZwQ ঠিকানায় যান (নতুন করে আবার পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড দিয়ে Continue-এ ক্লিক করুন)সেখানে গেলেই দেখতে পাবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান নিরাপত্তাব্যবস্থা সবল, না দুর্বল। 
নিরাপত্তাব্যবস্থা সবলকরার করার জন্য তিনটি ধাপ আছে। ধাপ ১: এখানে Add another email address-এ ক্লিক করে একাধিক ই-মেইল আইডি যোগ করুন। Next-এ ক্লিক করুন। ধাপ ২: এখানে Add your mobile phone number to your Timeline-এ ক্লিক করে আপনার মোবাইল ফোন নম্বর যোগ করুন। তারপর আবার Next করুন। ধাপ ৩: এখানে একটি নিরাপত্তা প্রশ্ন নির্বাচন করে দিন এবং এর নিচে উত্তর লিখে Save and Continue-এ ক্লিক করুন। এখন ওপরে ডান পাশে Home-এর ডান পাশের সেটিংসে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/settings?ref=mb ঠিকানায় যান। এখন বাম পাশ থেকে Security-এ ক্লিক করুন। Login notifications-এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করুন। 
এখন টেক্সটবক্স দুটিতে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এরপর ফেসবুক থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে লগ-ন করুন। দেখবেন Remember Browser নামে একটি পেজ এসেছে। এখানে Save Browser নির্বাচন করে Continue-এ ক্লিক করুন।
এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার এবং ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ছাড়া অন্য কোনো কম্পিউটার ও ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক আইডিতে লগইন করার সময় আপনার ই-মেইল ঠিকানায় ও মোবাইল নম্বরে একটি মেসেজ যাবে এবং তাতে লেখা থাকবেকখন, কোন ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে। 
আপনি যদি এই সময় প্রবেশ না করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। মনে রাখবেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল আইডি হ্যাকিং করার চেষ্টা করে। ই-মেইল আইডি হ্যাকিং করতে পারলে খুব সহজে ফেসবুক আইডিও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ওপরের পন্থাগুলো অবলম্বন করলে আপনার ফেসবুক আইডি হ্যাকিং হলেও পুনরুদ্ধার করতে পারবেন। এমনকি আপনার সব কটি ই-মেইল আইডি হ্যাকিং হলেও বা আপনার ফেসবুকের ই-মেইল আইডি পরিবর্তন করে ফেললেও মোবাইল নম্বর নিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন। 

আপনাকে কোন ছবিতে/স্ট্যাটাসে ট্যাগানো অফ করে দেন। আর আপনারা যেসব ছবি/স্ট্যাটাসে ট্যাগড হয়েছেন সেগুলো থেকে ট্যাগ রিমুভ করেন আর সেগুলোর প্রাইভেসী 'অনলি মি' করে দিন। 

আপাতত, জামাত শিবির বিরোধী কোন স্ট্যাটাসে অশ্লীল, আক্রমনাত্বক কমেন্ট করা থেকে বিরত থাকুন। বুঝতে চেষ্টা করুন, এসব ক্ষোভ প্রকাশই আপনার জন্য দু:খ টেনে আনবে। নিজেদের ওজন বুঝে চলেন ।

জামাত শিবির হিন্দুদের উপর আক্রমনের জন্য ছুতা খুঁজবে। তাই কোন স্ট্যাটাস/ পোস্টে/ ছবিতে লাইক কমেন্ট দেওয়া এবং শেয়ার করার আগে ভাবুন।

সবাইফেসবুকের পাসওয়ার্ড শক্ত করুন।ফেসবুকে আপনার থাকা মেইল আইডি অনলি মি করে দেন। ফেসবুকে বা পাবলিক প্লেসে কোন স্পর্শকাতর আলোচনা করবেন না। রাজনৈতিক আলোচনাও এখন বন্ধ রাখুন।জামাত শিবির চায় কোরান বা ইসলাম নিয়ে অবমাননাকর বিষয় নিয়ে হিন্দুদেকে ফাসিয়ে দিয়ে দাঙ্গা তৈরি করতে। এখন সব পদক্ষেপ নিতে হবে সাবধানে বুঝেশুনে।

ফেসবুকে ট্যাগ অপশন কিভাবে বন্ধ করতে হয় যারা জানতে চেয়েছেনঃ


প্রথমে স্ক্রিনের ডান পাশে উপরে গিয়ে Privacy Settings এ গিয়ে সিলেক্ট করুন। সেখানে যে পেজটি আসবে তা থেকে বাম পাশে উপর থেকে timeline and tagging সিলেক্ট করুন। সেখানে Who can add things to my timeline? এটি দেখতে পাবেন। অর্থাৎ কে কে আপনাকে ট্যাগ দিতে পারবে। এখানে দুটি অপশন আছে। who can post on your timeline অর্থাৎ আপনার অয়ালে কে কে লিখতে বা ছবি আপলোড দিতে পারবে। এখানে only me কেউ কিছুলিখতে পারবে না, friend দিলে শুধুমাত্র আপনার বন্ধুরা লিখতে পারবে।


Review posts friends tag you in before they appear on your timeline? এই অপশন টি অন করে দিলে কোন ছবিতে আপনাকে ট্যাগ দিলে আগে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনি সেখানে yes দিলে ছবি আপনার প্রফাইলে দেখাবে। এভাবে নিচের প্রত্যেকটা রিভিউ অপশন আপনারা অন করে নিন।
Who can see things on my timeline? এই অপশনের মানে হল আপনার প্রফাইলে যে সকল ট্যাগ করা ছবি আছে এগুলা কারা কারা দেখতে পাবে।

No comments:

Post a Comment