Pages

Monday, March 17, 2014

>>>ইরানের আইনসভা পুরুষদেরকে নিজের দত্তক কন্যা সন্তাদেরকে বিয়ের অনুমোদন দিল>>>



গত বছর ইরানের আইনপ্রনেতারা একটি আইন পাশ করে যার ফলশ্রুতিতে সেখানে যে কোন পুরুষ তাদের নিজেদের পালিত কন্যাদেরকে বিয়ে করতে পারবে। শুধুমাত্র তাদের বয়স ১৩ হলেই হবে। এই ঘৃণিত আইনটি নাকি সে দেশের পার্লামেন্টে আলোচিত হয় ( জানি না কারা কি ভাবে কোন রুচিতে এটা নিয়ে আলোচনা করতে পারে) ২৩ সেপ্টেম্বর ২০১৩ সালে ইরানের পার্লামেন্টে এই আইন পাশের ফলে সেখানে দত্তক নেয়া পরিবার গুলোর পুরুষেরা তাদের কন্যা সন্তানকে বিয়ে করতে পারবে ।

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একটি অংশ আছে যারা যে কোন আইন পাশ করার আগে ইসলামি এবং শরিয়া দৃষ্টিতে সেই আইনের বৈধতা নিয়ে আলোচনা করে থাকে । তাদের অনুমতিক্রমে ইরানে এই ঘৃণিত, নৈতিকতা বিবর্জিত আর সভ্যতার পরিপন্থি আইনটি পাশ করা হল।

এই সভ্যতা আর নীতি বিবর্জিত আইনটি পাশের পর বিশ্বব্যাপী নিন্দা জানানো হয়,অনেকেই একে বলেছেন এটা একধরনের পেডলফিয়ার নামান্তর,যৌন বিকৃতির এক চরম অবস্থার।এতে ওইসব সমাজে পেডলফিয়াকে তথা এই চরম যৌন বিকৃতিকে আইনগত বৈধতা দিয়ে দিল।কিন্তু বরাবরের মত ইসলামি দেশ গুলো এবং ভারতের মুসলিম গণ নীরব।অথচ এরাই তীব্র আক্রোশে মাঝে মাঝেই ফেটে পড়ে মানুষের জীবন হানী ঘটায় দফায় দফায় এই অজুহাতে যে তাদের ধর্মীয় মূল্যবোধে নাকি আঘাত করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, যদি কারো মতবাদের মূল্যবোধ এতটা বিকৃত, হীন, নির্লজ্জ,মানবাতা- নীতি- নৈতিকতা বিবিরজিত, মনুষ্য সভতার পরিপন্থী এবং মানব সভতার জন্য ব্যাধি স্বরূপ হয়ে ওঠে তাহলে সে মূল্যবোধকে আদৌ মুল্য দেবার দরকার আছে কি? এই আইন মুসলিম কোন দেশ পাশ করতেই পারে যেখানে তাদের দাবীকৃত বা কথিত প্রেরিত পুরুষও নিজের পুত্র সন্তানের স্ত্রী অর্থাৎ পুত্রবধুকে বিয়ে করার মত এমন বিকৃত ও হীন মানসিকতার হন। তাই অবাক হবেন না আপনারা।

এই কথা গুলো বলার কোন ইচ্ছা আমার ছিল না। কিন্তু কিছুদিন আগে অন্তরজালের এক কুখ্যাত হিন্দুবিদ্বেষী আমার ওয়ালে এসে হিন্দু ধর্মের সমালচনা করেছিল।কিন্তু এরা যদি একবার নিজের রোগগ্রস্ত দেহের দিকে একটু দৃষ্টি দিত তাহলে সম্ভত নিজেরাই ঘেন্নায় কুঁকড়ে যেত।

কিছু নিউজ লিঙ্কঃ
http://www.dawn.com/news/1047402/iran-bill-allows-men-to-marry-adopted-daughters
http://www.theguardian.com/world/2013/sep/26/iran-lawmakers-men-wed-adopted-daughters
http://www.dailymail.co.uk/news/article-2442270/Iran-passes-marriage-law-allowing-men-wed-13-year-old-adopted-daughters.html
http://www.examiner.com/article/iran-passes-bill-allowing-men-to-marry-adopted-daughters
http://www.timesofearth.com/email/iran-lawmakers-pass-bill-allowing-men-to-marry-adopted-daughters-from-age-13.html
http://www.crin.org/en/library/news-archive/iran-lawmakers-pass-bill-allowing-men-marry-adopted-daughters-0
http://www.jihadwatch.org/2013/10/iran-lawmakers-pass-bill-allowing-men-to-marry-their-adopted-daughters-as-young-as-13-this-bill-is-l
http://defence.pk/threads/iran-lawmakers-pass-bill-allowing-men-to-marry-adopted-daughters.281153/

লিখেছেনঃ Arya Kshatriya
https://www.facebook.com/arya.kshatriya.9

No comments:

Post a Comment