Pages

Monday, April 14, 2014

মোদিকে প্রধানমন্ত্রী চায়, বিজেপিকে ভোট দেবে এই পাকিস্তান






ভারতের
মধ্যেই পাকিস্তান! একটুও অবাক হবেন না সত্যিই বিহারের পূর্ণিয়ার একটি গ্রামের নাম পাকিস্তানকিন্তু সেখানে পাকিস্তান-বিরোধী হাওয়া প্রবল এবং সেখানকার বাসিন্দারা মনেপ্রাণে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন মোদিকেই ভোট দেবেন বলে মনঃস্থির করে ফেলেছেন তাঁরা  


মাঝবয়সি হীরা হেমব্রম, যুবক হলদু মূর্মূ, সকলের এক সুর, মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চায় পাকিস্তান তাই ছাপ পড়বে পদ্মফুলেই! মূর্মূদের বক্তব্য, পাকিস্তানের শান্তি নষ্ট করার চক্রান্ত ভেস্তে দিতে তাঁরা মোদিকে ভোট দিতে চান একমাত্র তা পারবেন মোদিই   
২৪ এপ্রিল ভোট পূর্ণিয়ায় ২৫০- বেশি লোকের বাস গ্রামে, ভোটার শতাধিক

রাজধানী পটনা থেকে প্রায় ৩৫০ কিমি দূরে শ্রীনগর ব্লকের সিংঘিয়া পঞ্চায়েতের অন্তর্গত পাকিস্তান পূর্ণিয়টাউন থেকে দূরত্ব প্রায় ৩০ কিমি উন্নয়নের ছোঁয়া থেকেও অনেক দূরে পড়ে রয়েছেন হীরা-মূর্মূরা চরম দারিদ্র্য, অভাব-অনটন, অশিক্ষার অন্ধকার তাঁদের সঙ্গী মৌলিক পরিষেবাগুলি নেই নেই একটিও মসজিদ! কেননা একজন মুসলিমও এই গ্রামে থাকেন না অধিকাংশ গ্রামবাসীই সাঁওতাল-আদিবাসী পূর্ণিয়াতেই স্বাক্ষরতার হার মাত্র ৩১.৫১ শতাংশ আর পাকিস্তান গ্রামে লিখতে-পড়তে পারা লোক একজনও নেই গ্রামে ভাল রাস্তা, স্কুল, হাসপাতাল কিছুই নেই
কিন্তু আছে পাকিস্তান সম্পরকে এক প্রবল বিদ্বেষ, বিরোধিতার স্রোত তা যে কতটা গভীর, জোরালো, তা জানাতে গিয়ে মূর্মূ জানাচ্ছেন, ২৬/১১- মুম্বই হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাতে ১৬৬ জন নিহত হওয়ার পর তাঁরা গ্রামের পাকিস্তান নাম বদলে ফেলার কথা পর্যন্ত ভেবেছিলেন
আরও জানা গেল, মুম্বই হামলার নায়ক আজমল কসাবের ফাঁসি হওয়ার খবরে মিষ্টি বিলি হয়েছিল গ্রামে নাচা-গানা হয়েছিল
কিন্তু পাকিস্তানকে দুচোখে দেখতে না-পারার মানসিকতা যেখানে এত শক্তিশালী, সে গ্রামের নাম পাকিস্তান হল কী করে! গ্রামের প্রবীণরা জানাচ্ছেন, ১৯৪৭- দেশভাগের সময় গ্রামের অনেক মুসলিম তত্কালীন পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) চলে যান তখন আমরাই ঠিক করি, যারা চলে গেল, তাদের স্মৃতিতে গ্রামের নাম পাকিস্তান রাখা হবে
২০১২ সালে বিহার সফরে আসা পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে মুখ্যমন্ত্রী  নীতীশকুমার জানান, তাঁর রাজ্যেই পাকিস্তান নামে একটি গ্রাম আছে বিস্ময়ে হতবাক পাক দলটিকে তিনি মানচিত্রে গ্রামটির অবস্থানও দেখান
সেই পাকিস্তানই মুখিয়ে রয়েছে, কবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন নরেন্দ্র মোদি!

No comments:

Post a Comment