Pages

Sunday, April 6, 2014

লালমনিরহাটে মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণের ঘোষণা ইসলামিক জঙ্গিদের



লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা নির্বাচনে হারের প্রতিশোধ হিসেবে পুরাতন কালীমন্দির ভেঙ্গে জামায়াতীরা মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে। উপজেলার দাশপাড়ায় রবিবার সকালে কালীমন্দির ভেঙ্গে ফেলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে মন্দির চত্বর সংলগ্ন জমিতে বালু ফেলা হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুয়াকাটায় সবচেয়ে প্রাচীন
 
ঐতিহ্য রাখাইন পুরাকীর্তি শয়নরত বুদ্ধমূর্তিসহ ঠাকুরবাড়ি ও মন্দির এলাকার অর্ধেক জমি দখল করে বাড়িঘর করা হয়েছে। বাকি জমি দখল করতে গাছপালা কাটা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাইপাস রোড় সংলগ্ন কালীথানের দাশপাড়ার শত বছরের পুরাতন কালীমন্দিরে নিয়মিত ভক্তরা পুজো-অর্চনা করে আসছে। মন্দিরটির সামনে জনৈক সামছুল হকের দুই শতাংশ জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মন্দির কমিটি ভক্তদের প্রয়োজনে ও পুজো-অর্চনা আয়োজনের সুবিধার্থে ওই দুই শতাংশ জমি কেনার প্রস্তাব দেয় সামছুল হকের কাছে। কিন্তু সামছুল হক মন্দির করার জন্য জমি দিতে অনীহা প্রকাশ করে। এই ঘটনার জের ধরে অতি উৎসাহিত কয়েক ব্যক্তি জামায়াত-বিএনপির সহায়তা নিয়ে কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে মন্দির সংলগ্ন জায়গায় মসজিদ নির্মাণের পাঁয়তারা করে। মন্দিরটি পুরাতন ও পরিত্যক্ত বলে প্রচার করে ভেঙ্গে ফেলার ঘোষণা দেয়। 
মন্দিরের সামনের জমিতে মসজিদের নির্মাণকাজ শুরু করার জন্য রবিবার সকাল ১০টায় ট্রাক বোঝাই করে বালু নিয়ে এসে মন্দিরের সামনের জমিতে জমা করে। মন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার হিসুরিয়া জানান, কালীমন্দির ভেঙ্গে ফেলে মসজিদ নির্মাণের চেষ্টা করছে। এতে গ্রামটিতে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে বিএনপি-জামায়াতপন্থী কয়েক নেতা। জামায়াত ও বিএনপিপন্থী এই নেতারা পাটগ্রাম উপজেলায় জামায়াতের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যাওয়ায় প্রতিশোধ নিতে এবং হিন্দুদের শায়েস্তা করতে মন্দির ভেঙ্গে মসজিদ করতে চাচ্ছে।
কালীমন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণের বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক স্বীকার করেছেন। তবে রবিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র সমশের আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা মন্দির চত্বরে এক বৈঠকের আয়োজন করেছে। সেখানে মন্দির সংরক্ষণ করে সমস্যার সমাধান করার হবে বলে জানান।


সূত্রঃ জনকণ্ঠ 

No comments:

Post a Comment