দেশে সাম্প্রদায়িকতা কিভাবে বেড়েছে তা সহজেই বুঝতে পারা যায়।
গত ২৮ নভেম্বরের ঘটনা ।
সাভার পৌর এলাকার নমাবাজারস্থ ‘শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটি’ আশ্রমে ঢুকে বিকেলে কৃষ্ণ মূর্তি ভাংচুর করেছে এক যুবক। এসময় পূজারীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত যুবকের নাম হাবিবুর রহমান ফয়সাল (১৫)। তার পিতার নাম তাজুল ইসলাম। সে সাভার রেডিও কলোনী মডেল স্কুলের দশম শ্রেনীর ছাত্র।
পুলিশ জানায়, বিকেল পৌনে ৫ টার দিকে ফয়সাল তিন সহযোগীসহ ‘শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রমে’ ঢুকে কৃষ্ণ মূর্তি ভাংচুর করে প্রসাদসহ অন্যান্য মালামাল বাইরে ছুড়ে ফেলে দেয়।
এসময় তিনি
মন্দিরের প্রধান পূরোহিত সুব্রত চক্রবর্ত্তী ও তত্বাবধায়ক সন্তোষ সাধুকে
মারপিট করে মন্দিরে থাকা ফল কাটার বটি-দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। পরে পূজারীরা দ্রুত মন্দিরের ভেতরে ঢুকে ফয়সালকে আটক করেন।
এক পর্যায়ে তাকে গণধোলাই দিয়ে তারা পুলিশে সোপর্দ করেন। এদিকে রাত ৮ টার দিকে সাভার থানা পুলিশের একটি টিম ফয়সালে শাহীবাগের বাড়িতে তল্লাশী করে। তবে পুলিশ ওই বাড়ি থেকে আপত্তিকর কিছুই উদ্ধার করতে পারেনি।
এদিকে মূর্তি ভাংচুরের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাব্বী মিয়া, সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল গণি, আওয়ামীলীগ নেতা বাবু নির্মল কান্তি দাশ প্রমুখ।
মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই মন্দিরে হামলা চালানো হয়েছে। সাভার থানার ওসি নাসির উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার বাড়ি তল্লাশী করা হচ্ছে।
রেডটাইমস বিডি ডটকমের সাংবাদিক ভাইকে ঘটনাটি তুলে ধরার জন্য জানাই ধন্যবাদ।
ফেসবুকে ভারত এবং আওয়ামী লীগ বিরোধিতার নামে হিন্দুদের বিরুদ্ধে
প্রচারণা চালাচ্ছে উগ্রবাদীরা। এদের একেকটা পোস্টে লাইক পরে ৪ থেকে ৫ হাজার
আর শেয়ার হয় ২ থেকে ৩ হাজার। ব্লগেও একই অবস্থা। বুঝতে হবে এরা কতটা
শক্তিশালী।
এর আগে গত ৬ নভেম্বর কোরবানির ঈদের দিন সকাল আনুমানিক ৯টার দিকে টুপি, পাঞ্জাবী পরিহিত কয়েক যুবক সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কুটিবাড়ী মহল্লার ‘মা রক্ষা কালি মন্দিরে’ মন্দিরে এসে আচমকা হামলা করে। মুর্তি দেখে নামাজে গেলে নামাজ হয়না- এই বলেই তারা একটি কালী মূর্তি, একটি ম্যনষা ও দুটি গৌরাঙ্গ মহাপ্রভূ’র মুর্তি ভাংচুর করেছে। এসময় মূর্তির গলায়, কানে ও নাকে থাকা স্বর্নের গহণা লুট করেছে।
এভাবেই কি চলতে থাকবে অবস্থা ?
No comments:
Post a Comment