Pages

Sunday, April 8, 2012

কালীগঞ্জের দুই গ্রামের মানুষ এখনো আতঙ্কিত তিনজন গ্রেপ্তার

সূত্রঃ দৈনিক প্রথম আলো


‘ইটের গাঁথুনি আর টিনের ছাউনি দিয়ে আধা পাকা ঘর তুলেছিলাম গত বছর। দুটি গরু ও তিনটি ছাগল কিনেছিলাম। সারা জীবনের সংগ্রাম মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে ওরা। সোনার গয়না, জিনিসপত্র সব লুট করে পেট্রল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ি। এখন ছাই ছাড়া কিছু নেই।’

নিজের বাস্তুভিটায় বসে এভাবে বিলাপ করছিলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাকদাহ গ্রামের ঊষা রানী সরদার। শুধু ঊষা রানী নন, একইভাবে বিলাপ করছেন চাকদাহ ও পাশের ফতেপুর গ্রামের ১৫টি পরিবারের সদস্যরা। বাড়িঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুন, ভাঙচুর, লুটপাটে নিঃস্ব হয়েছেন তাঁরা।
গতকাল শনিবার সরেজমিনে ফতেপুর ও চাকদাহ গ্রামে দেখা যায়, হামলার শিকার পরিবারগুলোসহ দুই গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। অধিকাংশ মানুষ এখনো শঙ্কিত। অনেক পরিবারের মানুষ এখনো বাড়ি ফেরেননি।
ফতেপুর গ্রামের আবদুল হাকিম সরদারের স্ত্রী তাসলিমা খাতুন বলেন, কোনো কারণ ছাড়াই দুষ্কৃতকারীরা তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। জ্বালিয়ে দিয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে ছেলেমেয়ে নিয়ে বাকি জীবন কাটবে তা চিন্তাও করতে পারছি না।’
এদিকে, ফতেপুর ও চাকদাহ গ্রামে ১৫টি বাড়ি, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দক্ষিণ শ্রীপুর গ্রামের আরিফ গাজী (১৮), উত্তর শ্রীপুর গ্রামের মুনসুর গাজী, গণপতিপুর গ্রামের আজগার আলী (৪০) ও শীতলপুর গ্রামের হাফিজুর রহমান (৩৮)। 
স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ স্থানীয় একটি বিদ্যালয়ে মঞ্চস্থ নাটকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে এমন অভিযোগ ওঠে। এরই জের ধরে গত ৩১ মার্চ ও ১ এপ্রিল ফতেপুর ও চাকদাহ গ্রামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

2 comments:

  1. ami ekjon muslim, ekjon muslim hishabe ami nijer jibon, abba, amma, vai,bon, estree, putro & onek preo mukh theke beshi valobashi amader prio nobi mohammad (S) ke, amar moto sob musolman tai kere bole amar bishshash, az kal mohammad (S) ke niye kutuktir tornedo boyteche, amar prochno, keno? ete tader lav ki? kar isharay tara emon kore? ete kar shartho uddar kora hochche? R jara ei ghotona ke kendro kore niriho manusher ghor bari jaliye diyeche tader ki lav hoyeche? keno tara emon korlo? oshohay manusher bari ghor jaliye poriye borong islamer bodnam kora hoyeche, ete hindura mone korbe amader islam dhormo oshantir dhormo, islame je oporadi tar shaja take dite hobe, cheler jonno bap ke, vai er jonno vai ke shaja deya nished, tai boli jara oporad korlo tara shaja na peye jodi onno keu peye thake sheta oboshshoi onnay & tar bichar hoya dorkar somajer sharthe, R jara mohammad (S) ke niye kutukti koreche tader drestanto mulok shasti kamona korchi, R jodi srep gujob hoy tahole jara gujob rotona koreche rader drestanto mulok shastir dabi korchi.

    ReplyDelete
  2. জাহাঙ্গীর সাহেব, কটূক্তি করা খারাপ মানি কিন্তু স্কুল কলেজে থাকতে হিন্দু ধর্ম নিয়েও আমরা কম কটূক্তি শুনি নাই। এখনও শুনি। আমরা চুপ থাকি। কারণ আমরা রক্তখেকো নই।

    ReplyDelete