শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Thursday, May 3, 2012

জ্বীনের বাদশা সেজে গৃহবধূকে ধর্ষণ:কুসংস্কারতো শুধু হিন্দুদের তাই না?

কুসংস্কারতো শুধু হিন্দুদের। অন্যরা কখনই কুসংস্কার আচ্ছন্ন হতে পারে না। অন্যরা কুসংস্কারাচ্ছন্ন এটা বলাও যেন আমাদের অপরাধ। অন্যরা যা করে তাতো তাদের ধর্মীয় বিধান।




যেমন নিচের সংবাদ টি পড়ুন


সন্তানের আশায় জ্বীনের বাদশার কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে  শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝিনিয়া গ্রামের এক গৃহবধূ। গত মঙ্গলবার দুপুরে ধর্ষিতার প্রতিবেশি লক্ষণ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ধর্ষিতার স্বামী খোরশেদ আলম ফকির ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খোরশেদ আলম ফকির প্রায় আড়াই বছর আগে পার্শ্ববর্তী শেরপুর জেলা সদরের পৌর শহরের গৌরিপুর মহল্লার মাহতাব উদ্দিন ওরফে টিয়া’র মেয়েকে বিয়ে করে। দাম্পত্যে সন্তান না হওয়ায় ডাক্তারি ও কবিরাজদের স্বরনাপন্ন হয় তারা।
ঘটনার দিন এলাকার লক্ষণ মিয়া এক কবিরাজের কথা বলে তার স্ত্রী কমলা বেগমকে দিয়ে ওই গৃহবধুকে বাড়িতে ডেকে নিয়ে আসে। পরে তার সঙ্গী কথিত জ্বীনের বাদশা ফখরুজ্জামান ওরফে ফক্কর জ্বীন হাজিরের কথা বলে ঘরের ভিতর ওই গৃহবধূকে ডেকে নেয়।
এক পর্যায়ে জ্বীনের স্বরে পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলে। এ সময় তার বুকের দুধ ও বীর্যমনি দাবি করে। পরে জ্বীনের বাদশা ফক্কর তাকে জাপটে ধরে বুকের দুধ মৈথন ও ধর্ষণ করে।
এসময় তার ক্ষতির ভয় দেখিয়ে  জ্বীনের বাদশা ফক্করের সহযোগি লক্ষণও তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে গৃহবধূ নিজেকে রক্ষা করতে তাদের আস্তানা থেকে দৌড়ে পালিয়ে আসে।
ঘটনাটি জানাজানি হলে পরদিন থানায় ধর্ষনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওইদিনই এসআই সেলিম পারভেজ অভিযান চালিয়ে জেলা সদরের চরশেরপুর এলাকা থেকে জ্বীনের বাদশা ফক্করকে আটক করে।
অফিসার ইনচার্জ পিএসএম  মোস্তাছিনুর রহমান বলেন, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।বহু কাল থেকে বলা হয় হিন্দু সমাজ নাকি কুসংস্কার আর অন্ধ বিশ্বাসের অন্ধকারে নিমজ্জিত। অথচ ১৮ শতকের এবং মুসলিম শাসন আসার আগে হিন্দু সভ্যতা ছিল বিস্ময়। সব জাতি আর ধর্ম গোষ্ঠী কখনও নিজেদের রূপটা আয়নায় না দেখেই হিন্দু দের কয়েকটি হাতে গোনা কিছু স্বার্থান্বেষী মানুষের তৈরি করা মনগড়া সস্কারকে হিন্দু ধর্মের আচার বলে চালিয়ছে। সুখের বিষয় আমরা সে ক্রান্তিকাল অতিক্রম করে এসেছি। আমার অনুরধ অন্নের ছিদ্রান্বেষণ না করে নিজেরতা নিয়ে চিন্তা করুন। তাতে দেশ ও দশের মঙ্গল। জয় ধর্ম। 

No comments:

Post a Comment

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)
Total Posts: 309
Total Comments: 248

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী

2. deepak k. roy (3)
5. Nurul (3)