হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম । অর্থাৎ যা চিরন্তন , শাশ্বত । স্বামী বিবেকানন্দ একে সকল ধর্মের প্রসূতি স্বরূপ বলে নির্দেশ করেছেন । কারণ এই বিশ্বে প্রচলিত ধর্ম মত গুলির প্রায় সব গুলির মূল ভাব হিন্দু ধর্মে দেখা যায় । অনেক ভাষাতে হিন্দু ধর্মের উপর সাইট থাকলেও বাংলা ভাষাতে একেবারেই হাতে গোনা। কিছু ওয়েবসাইট আবার বন্ধও হয়ে গেছে। তাই বাংলা ভাষায় হিন্দু ধর্মের মহিমা প্রচারের জন্যই আমাদের এই আয়োজন বাঙ্গালি হিন্দু পোস্ট।
Pages
▼
Monday, May 14, 2012
পটুয়াখালীতে শত বছরের পুরাতন কালী মন্দির ভাঙচুর করল অসুরের দল
পটুয়াখালী সদরে একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতের কোনো এক সময় পালাপাড়া কালী মন্দিরের প্রতিমাটি ভাংচুর করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্দিরের পূজারী রমেশ মিস্ত্রি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শত বছর ধরে এখানে কালী মন্দিরটি আছে। সকালে পূজা দিতে এসে তিনি ভাংচুর করা প্রতিমা দেখতে পান।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমাটি ভাংচুর এবং কুপিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মোন্তাজ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।
লোহালিয়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার জানান, কয়েকদিন আগে মন্দিরটি সংস্কার করা হয়। প্রতিমা ভাংচুরের ঘটনাটি দুঃখজনক।
No comments:
Post a Comment