Pages

Monday, May 14, 2012

পটুয়াখালীতে শত বছরের পুরাতন কালী মন্দির ভাঙচুর করল অসুরের দল




পটুয়াখালী সদরে একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 


রোববার রাতের কোনো এক সময় পালাপাড়া কালী মন্দিরের প্রতিমাটি ভাংচুর করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

মন্দিরের পূজারী রমেশ মিস্ত্রি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শত বছর ধরে এখানে কালী মন্দিরটি আছে। সকালে পূজা দিতে এসে তিনি ভাংচুর করা প্রতিমা দেখতে পান। 

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমাটি ভাংচুর এবং কুপিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মোন্তাজ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি। 

লোহালিয়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার জানান, কয়েকদিন আগে মন্দিরটি সংস্কার করা হয়। প্রতিমা ভাংচুরের ঘটনাটি দুঃখজনক। 

No comments:

Post a Comment