পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক গোরখনাথ মন্দির ধ্বংস করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, অজ্ঞাতপরিচয় লোকজন গত রোববার মন্দিরটি ভাঙচুর করে। আদালতের নির্দেশে মন্দিরটি গত বছর পুনরায় খুলে দেওয়া হয়েছিল। পেশোয়ারের গোর গাথরি এলাকায় প্রত্নতাত্ত্বিক একটি ভবনসংলগ্ন ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা বিভিন্ন ছবি ও ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলে এবং কয়েকটি মূর্তি নিয়ে পালিয়ে যায়। পিটিআই।
হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম । অর্থাৎ যা চিরন্তন , শাশ্বত । স্বামী বিবেকানন্দ একে সকল ধর্মের প্রসূতি স্বরূপ বলে নির্দেশ করেছেন । কারণ এই বিশ্বে প্রচলিত ধর্ম মত গুলির প্রায় সব গুলির মূল ভাব হিন্দু ধর্মে দেখা যায় । অনেক ভাষাতে হিন্দু ধর্মের উপর সাইট থাকলেও বাংলা ভাষাতে একেবারেই হাতে গোনা। কিছু ওয়েবসাইট আবার বন্ধও হয়ে গেছে। তাই বাংলা ভাষায় হিন্দু ধর্মের মহিমা প্রচারের জন্যই আমাদের এই আয়োজন বাঙ্গালি হিন্দু পোস্ট।
Pages
▼
Tuesday, May 22, 2012
পাকিস্তানে ঐতিহাসিক গোরখনাথ মন্দির ধ্বংস
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক গোরখনাথ মন্দির ধ্বংস করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, অজ্ঞাতপরিচয় লোকজন গত রোববার মন্দিরটি ভাঙচুর করে। আদালতের নির্দেশে মন্দিরটি গত বছর পুনরায় খুলে দেওয়া হয়েছিল। পেশোয়ারের গোর গাথরি এলাকায় প্রত্নতাত্ত্বিক একটি ভবনসংলগ্ন ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা বিভিন্ন ছবি ও ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলে এবং কয়েকটি মূর্তি নিয়ে পালিয়ে যায়। পিটিআই।
No comments:
Post a Comment