Pages

Thursday, July 12, 2012

আমি কেন নিজেকে হিন্দু বলে পরিচয় দেই?







১। কারণ হিন্দু শব্দটি প্রতিনিধিত্ব করে হাজার বছরের ঐতিহ্যকে যা আমরা মনে প্রাণে আমাদের জীবনে পালন করি।


২। এই হিন্দু শব্দটি আমাদের পরিচয় আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।

৩। অনেক অপশক্তি যারা আমাদের ঐতিহ্যকে ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে আমরা হিন্দু নামের ছায়াতলে ঐক্যবদ্ধ হই।

৪। আমি যদিও সহমত প্রকাশ করি হিন্দু শব্দটি আমাদের সংস্কৃতির সাথে চিরস্থায়ী না, বিদেশীদের দেওয়া নাম, তবুও এই নাম এখন পরিবর্তন করা ঠিক হবে না। কারণ এতে অনেক বিভ্রান্তি দেখা দিবে যাতে শত্রুরা সুবিধা নিবে।



৫। এখন আমাদের উচিৎ আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া এবং নিজেদের অস্তিত্ব রক্ষা করা।


৬। এখন সময় অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার।

৭। আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। আর আমাদের প্রকৃত পরিচয় আমরা আর্য।

আমি একজন জন্মসূত্রে হিন্দু এবং আমার কর্মসূত্রে আর্য। 

No comments:

Post a Comment