Pages

Friday, July 13, 2012

ভারতবর্ষ শাশ্বত সনাতন হিন্দুরাষ্ট্র


কৃশানু মিত্র
 





৯ ই জুলাই ২০১২ - র ৩৬৫ দিন কাগজে শ্রীমতি সুমিতা হোড় মহাশয়ার লেখা "হিন্দুবাদী ও কট্টর হিন্দুত্ববাদীদের মধ্যে তফাতটা আর কবে বুঝবে আর এস এস " প্রবন্ধের পরিপ্রেক্ষিতে এই লেখা | প্রথমেই বলে রাখি হিন্দু কোনো 'বাদ' নয়, কোনো 'ism' নয় | যারা হিন্দু জীবনধারাকে কোনো মতবাদ বা সংকীর্ণ ভাবধারাতে আবদ্ধ করে রাখে তারা হিন্দু ধর্মের দর্শন, তার আদ্ধাত্ত্বিক বা তার আচার - সম্মন্ধী কোনো কিছুর সাথে ন্যায় করেন না | হিন্দু একটি জীবন পদ্ধতি, মহামান্য উচ্চ আদালতের ভাষায় "A way of life" | এই দর্শনের গভীরতা ও প্রাসঙ্গিকতা এতটাই যে এখানে আস্তিক আর নাস্তিক দুই মতকেই সমানভাবে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে সমাজ এবং মানুষের কল্যানে কাজ করে যাবার ব্যবস্থা আছে | এখানে অসহিষ্ণুতার কোনো স্থান নেই | কিন্তু এই সহিষ্ণুতাকে কখনই কাপুরুষতা বা অন্যায় মেনে নেবার প্রবণতা হতে দেয়া যায় না | আর এস এস সেই হিন্দু জীবন ধারার বাহক | সেই শাশ্বত সনাতন জীবন ধারার বোধ এবং জীবনচর্চায় চরিতার্থ করা হলো 'হিন্দুত্ব' | ইংরিজিতে যাকে বলা যেতে পারে 'HINDUNESS' | এই জীবনধারার বাহক হবার দরুন আমরা অপরকে শুধু স্বীকারই করিনা তাদেরকে আলিঙ্গন করে গ্রহণ করি | ভারতের পার্সী ও ইহুদি সমাজ তার জ্বলন্ত উদাহরণ | ইসরাইল রাষ্ট্র গঠন হবার পর যখন তত্কালীন ইসরাইলি সরকার পৃথিবীর নানা প্রান্ত নানা দেশ থেকে ইহুদিদের তাদের দেশে বসবাসের জন্য আহবান জানালেন তখন পৃথিবীর নানা দেশ থেকে আগত ইহুদিদের মুখ থেকে হাজার হাজার বছরের অন্যায়, অত্যাচার, ধর্মান্তকরণ আরও নানাবিধ অমানুষিক নির্যাতনের কথা শুনে শিউরে উঠেছিল সবাই | সেখানে শুধু একটি ব্যতিক্রম ছিল ভারতবর্ষ | ভারতবর্ষের মানুষ শুধু তাদেরকে আশ্রয়ী দেইনি, সাদরে সন্তানের মত কোলে তুলে নিয়েছিল মাতৃস্নেহে | অবাক হয়ে শুনেছিল সেখানকার মানুষ | সেই পরম্পরার বাহক হলো আমাদের 'হিন্দুত্ব' | 

আচ্ছা বলুনতো, 'রাজ ধর্ম' কি? দীর্ঘদিন কংগ্রেস এর একচেটিয়া সরকার থাকা সত্বেও গুজরাতে নিয়মিত দাঙ্গা হত | আহমেদাবাদ, বরোদা, ভাবনগর প্রভৃতি শহরে বছরে দু চারবার করে হিন্দু মুসলিম মারামারি লেগে থাকত | পরিসংখ্যান বলে একা ১৯৪৭ থেকে ২০০২ অবধি ১০০০ এর ও বেশি ছোট বড় দাঙ্গা হয়েছে গুজরাট প্রদেশে | কি রাজ্য, কি কেন্দ্র, কোনো সরকারই তা পাকাপাকি ভাবে বন্ধ করতে পারিনি | ইন্দিরা গান্ধী, মুরারজি দেশাই দের মত বাঘা বাঘা প্রশাসকদের দ্বারা ও তা সম্ভব হয়নি | অদ্ভূত ব্যাপার ২০০২ থেকে ২০১২ র আজ অবধি একটিও দাঙ্গা বা সাম্প্রদায়িক হাঙ্গামা হয়নি | এটা হলো 'রাজ ধর্ম' | 
লেখিকা বলেছেন -- " আর এস এস অনেক চেষ্টা করেও ভারতকে হিন্দু রাষ্ট্র করতে পারেনি ..." ---- দিদিভাই, ভারতবর্ষ শাশ্বত সনাতন হিন্দুরাষ্ট্র | আর.এস.এস. এর করার কোনো প্রয়োজন নেই | আর, আর.এস.এস. এর কোনো প্রচেষ্টাও নেই | সেই কারণেই যখন এক সমান ভাষা, সাহিত্য, সংস্কৃতি, খাদ্যাভ্যেশ , পরিধান, ইতিহাস হওয়া সত্বেও যখন ৭০% হিন্দু জনসংখ্যার পশ্চিমবঙ্গ সেকুলার রাষ্ট্রব্যবস্থা বেছে নেয়, অপরদিকে ১৯৭১ সালে ৭০% মুসলমান জনসংখ্যার সদ্য স্বাধীন বাংলাদেশ বেছে নেয় ইসলামী রাষ্ট্রের তকমা | 
যখন 'সচ্চার কমিসন' খ্যাত বিচারপতি সচ্চার গুজরাট গেছিলেন তার কমিসনের কাজের দরুন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তিনি দেখা করেছিলেন | সেই আলাপচারিতা পর্বে বিচারপতি সচ্চার নরেন্দ্রভাই কে প্রশ্ন করেছিলেন -- "আপনার সরকার সংখ্যালঘুদের জন্য কি করেছে বলুন ?" উত্তরে নরেন্দ্রভাই বলেছিলেন --"আমার সরকার সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি "| সবাই অবাক | খানিকক্ষণ চুপ থাকার পর নরেন্দ্রভাই বললেন --"আমার সরকার সংখ্যাগুরুদের জন্য ও কিছু করেনি | আমার সরকার যা করেছে তা শুধু ৬ কোটি গুজরাটবাসীদের জন্য করেছে | আর আমার সরকার ভবিষ্যতে যা করবে তা শুধু ৬ কোটি গুজরাটবাসীদের জন্যই করবে" | বলুন, আছে নীতিশ, নবীন, চন্দ্রবাবু, মমতা বা কোনো কংগ্রেসী মুখ্যমন্ত্রীর বুকে এমন উত্তর দেবার পাটা আর হিম্মত ? 

No comments:

Post a Comment