Pages

Friday, August 17, 2012

ভাগবত অমৃত সুধা(প্রসঙ্গ ভ্রুণ বিদ্যা)


ভাগবত অমৃত সুধা(প্রসঙ্গ ভ্রুণ বিদ্যা):-




কললং ত্বেকরাত্রেণ পঞ্চরাত্রেণ বুদ্বুদম্
দশাহেন তু কর্কন্ধূঃ পেশ্যন্ডং বা ততঃ পরম্
মাসেন তু শিরো দ্বাভ্যাং বাহ্বঙ্ঘ্যাদ্যঙ্গ বিগ্রহঃ
নখলোমাস্হিচর্মাণি লিঙ্গচ্ছিদ্রোদ্ভবস্ত্রিভিঃ
চতুভির্ধাতবঃ সপ্ত পঞ্চভিঃ ক্ষুত্তৃড়ুদ্ভবঃষড়ভির্জরায়ুণা বীতঃ কুক্ষৌ ভ্রাম্যতি দক্ষিণে
৩/৩১/২-৪
অনুবাদঃ সেই রেতকণা (Sperm)গর্ভে পতিত হইলে , একরাত্রে শোণিতের(Ovum) সঙ্গে মিশ্রিত হইয়া কলল (Zygote)তৈরি হয় যাহা পঞ্চরাত্রিতে বুদ্বুদের আকার প্রাপ্ত হয় এবং ধীরে ধীরে তাহা মাংসপিন্ডে অথবা অণ্ডে পরিণত হয়একমাসের মধ্যে তাহার মস্তক গঠিত হয় এবং দুই মাসের মধ্যে তাহার হাত ,পা এবং অন্যান্য অঙ্গ গঠিত হয় ,তিন মাসের মধ্যে তাহার নখ,আঙ্গুল,লোম ,অস্থি , চক্ষু ,নাসিকা ,কর্ণ,মুখ ও পায়ু প্রকটিত হয়গর্ভধারণের চার মাসের মধ্যে শরীরে সপ্ত ধাতুর উদয় হয়,সেগুলি হইতেছে -ত্বক , মাংস,মজ্জা ,মেদ,অস্থি,রুধির এবং শুক্রপঞ্চমাসের মধ্যে তাহার ক্ষুধা ও তৃষ্ণার অনুভব হইতে শুরু করে এবং ষষ্ঠ মাসে জড়ায়ুর দ্বারা আবৃত পুংভ্রুণ দক্ষিণ কুক্ষিতে (ডান জরায়ুতে) ভ্রমণ করে
.....................
কটুতীক্ষ্নোষ্ণলবণরূক্ষাম্লাদিভিরুল্বণৈঃ
মাতৃভুক্তৈরুপষ্পষ্টঃ সর্বাঙ্গেত্থি তবেদনঃ
উল্বেন সংবতস্তস্মিন্নস্ত্রৈশ্চ বহিরাবৃতঃ
আস্তে কৃত্বা শিরঃ কুক্ষৌ ভুগ্নপৃষ্ঠশিরোধরঃ
৩/৩১/৭-৮
অনুবাদঃ মাতার ভুক্ত তিক্ত, তীব্র, অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তাহার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করেশিশু যেহেতু সম্পূর্ণরূপে মাতৃভক্ত খাদ্যের উপর নির্ভর করে তাই গর্ভাবস্থায় মায়ের আহারের মধ্যে বাধ্য বাধকতা থাকেজড়ায়ুর ভিতরে আবরণ দ্বারা আবৃত এবং নাড়ির দ্বারা বেষ্টিত হইয়া ,পৃষ্ঠ গ্রীবাদেশ ধনুকের মতো বাঁকা অবস্থায় এবং তাহার মস্তক উদরের সঙ্গে সংলগ্ন অবস্থায় , সে মার্তৃ উদরের একপাশে অবস্থান করে
(
সংক্ষেপিত)
............... ..............
প্রচারেঃ [সনাতন সন্দেশ]

1 comment: