Pages

Wednesday, September 12, 2012

পাকিস্তানে খ্রিষ্টান কিশোরী রিমশার স্বজনদের পুড়িয়ে মারার হুমকি মুসলিম প্রতিবেশিদের

পাকিস্তানে ব্লাসফেমি অভিযুক্ত খ্রিষ্টান কিশোরী রিমশার পরিবার



পাকিস্তানে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) মামলায় অভিযুক্ত খ্রিষ্টান কিশোরী রিমশার পরিবারের সদস্যরা প্রাণহানির আশঙ্কায় রয়েছেন। মুসলিম প্রতিবেশিরা তাঁদের ঘরের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন। ইসলামাবাদের বাইরে অজ্ঞাত স্থান থেকে বিবিসির কাছে এ অভিযোগ জানিয়েছেন রিমশার বাবা।

নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ না করে রিমশার বাবা বলেন, হুমকিদাতারা বলেছেন, ‘আমরা তোমাদের ঘরের ভেতরে পুড়িয়ে মারতে যাচ্ছি। তারপর আমরা অন্যান্য খ্রিষ্টানের বাড়িও পুড়িয়ে দেব।’ হুমকিদাতা প্রতিবেশীদের নামও উল্লেখ করেছেন তিনি। রিমশার বাবা মেয়েকে নির্দোষ দাবি করে বলেন, তাঁর মেয়ের বয়স মাত্র ১১ বছর। পরিবারের অন্যান্য সদস্যের মতো সে অশিক্ষিত ও কম বুদ্ধিসম্পন্ন।
পবিত্র কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে রিমশাকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে এখনো তাকে ব্লাসফেমির মামলা মোকাবিলা করতে হবে।
এদিকে রিমশার বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগকারী ইমামকেও গ্রেপ্তার করা হয়েছে। রিমশাকে ফাঁসাতে তিনি নিজেও কোরআনের পাতা পুড়িয়েছেন বলে তাঁর কয়েকজন সহকর্মী অভিযোগ করেছেন। 
এ ঘটনা পাকিস্তানে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে দেশটিতে ব্লাসফেমি আইনের অপব্যবহারের দিকটিও নতুন করে সামনে চলে এসেছে।

No comments:

Post a Comment