সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বাড়ি-ঘরে লুটপাট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করে।
রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত তারা ঘণ্টাব্যাপী রাস্তায় অবস্থান করে। এসময় ওই রাস্তায় সকল যান চলাচল বন্ধ থাকে।
এর আগে রাত সোয়া ১২টার দিকে হল থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ এলাকায় এসে রাস্তায় অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা জানায়, গত ২৬ মার্চ কালীগঞ্জের ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চায়িত হয়। সেখানে মোহাম্মদ (স.) কে কটাক্ষ করা হয়েছে বলে একটি স্থানীয় পত্রিকা মিথ্যা সংবাদ পরিবেশন করে।
এ সংবাদের জের ধরে এবং স্কুলের প্রধান শিক্ষক হিন্দু ধর্মাবলম্বী হওয়া গত শনিবার জামায়াত-শিবিরের মৌলবাদি গ্রুপ সংখ্যালঘুদের বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে তাদের উপর নির্যাতন চালায়।
তারা আরও জানায়, বাংলাদেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হচ্ছে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তারা মানববন্ধন, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
এ বিষয়ে ঢাবি প্রক্টর আমজাদ আলী বাংলানিউজকে বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন একটি নিন্দনীয় ঘটনা। আমরা দোষীদের শাস্তি চাই।
তিনি আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে ফিরে গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করেছে। তারা এসময় অপ্রিতীকর কোনো কিছু করেনি। বাংলা নিউজ ২৪
No comments:
Post a Comment