Pages

Saturday, May 5, 2012

অস্ত্রের মুখে হিন্দু কলেজ ছাত্রী অপহরন করল ছাত্রলীগ নেতা





ভোলার তজুমদ্দিন উপজেলায় এক কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করার ঘটনা ঘটেছে
 উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল এ অপহরন করেছে বলে অভিযোগ করেছেন অপহৃত ছাত্রীর মা২৭ এপ্রিল শুক্রবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে এ ব্যাপারে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেরএদিকে অভিযোগ অস্বীকার করে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে অভিযুক্ত রাসেল
থানা পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেমর ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ রাসেল ২৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সশস্ত্র ক্যাডার নিয়ে সংখ্যালঘু পরিবারটির উপর হামলা চালায়এসময় গোলকপুর গ্রামের শ্যামল মাতাব্বরের মেয়ে মেধাবী কলেজ ছাত্রী দিপা রানী দাসকে বাসা থেকে জোড়পূর্বক অস্ত্রের মুখে অপহরন করে নিয়ে যায় তারাপরে অপহরনের ঘটনায় অপহৃতার মা প্রতিমা রানী দাস বাদী হয়ে রাসেলসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় অপহরন ও নারী নির্যাতন আইনের ০৭/৩০ নং ধারায় একটি মামলা দায়ের করেনএ নিয়ে সংখ্যালঘু সমাজ ও সচেতন মহলের মধ্যে  ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে
অপহৃতার মা প্রতিমা রানী সাংবাদিকদের জানান, ছাত্রলীগ নেতা রাসেল তার মেয়েকে বিভিন্ন সময় কলেজে আসা যাওয়ার পথে হয়রানী করতো২৬ এপ্রিল বৃহস্পতিবার অপহৃতার পিতা শ্যামল মাতাব্বর এক বিয়ের অনুষ্ঠানে পাশ্ববর্তী উপজেলা মনপুরায় গেলে সুযোগ বুঝে রাসেল দলবলসহ সশস্ত্র অবস্থায় রাত অনুমান ২টার দিকে দিপা রানীকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়
স্থানীয়রা জানায়, রাসেল উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক হওয়ার পর থেকে বেপোরোয়া হয়ে উঠেইতিপূর্বেও ছাত্রলীগ নেতা রাসেল একই পরিবারের আরো এক মেয়েকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করেস্থানীয় আলীগের এক প্রভাবশালী নেতা প্রভাব খাটিয়ে রাসেল ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি ও গোলকপুর দাখিল মাদ্রাসার সহ-সভাপতি পদ দখল করারও অভিযোগ রয়েছে


এদিকে ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনিঅন্যদিকে অপহৃতার বাবা শ্যামল মাতাব্বরের ব্যবহৃত ০১৭১৮৬৬০৪৬৪ মোবাই ফোনে অপহরনকারীরা মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি প্রদান করেনএ ঘটনায় রবিবার রাতে শ্যামল মাতাব্বর বাদী হয়ে হুমকিদাতাদের দুটি নাম্বার ০১৭৩৩৬৯৩৫৫ ও ০১৭২১৪৮১৪৪১ উল্লেখ করে জীবনের নিরাপত্তা চেয়ে তজুমদ্দিন থানায় একটি সাধারন ডায়রী করেনযার নং ৭৯৫ তাং ২৮/০৪/১২ ইং
অপরদিক বিভিন্ন পত্রিকায় এ সংবাদ প্রকাশ হলে অপহরনকারীরা পত্রিকার বান্ডিল ছিনিয়ে নেয়ার হুমকি দেয়পরে পুলিশী পাহারায় তজুমদ্দিনে পত্রিকার বান্ডিল আনা হয়তবে ছাত্রলীগ যুগ্ন আহ্বায়কের এমন কর্মকান্ডে খোদ তজুমদ্দিন ছাত্রলীগ নেতা-কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেনাম প্রকাশ না করা শর্তে ছাত্রলীগের একাধিক নেতা জানান, এধরনের কর্মকন্ডে সাধারন মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছেতাই তাকে অবিলম্বে দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছে তারা


তবে এর সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪জনকে আটক করেছেঅপরদিকে ভোলা জেলা পুলিশ সুপার বশির আহমদ বুধবার অপহৃতার গোলকপুর গ্রামের বাড়িতে গিয়ে যথাশীঘ্রই দিপাকে উদ্ধার করা হবে বলে তার পরিবারকে আশ্বস্ত করেছেন
থানা সুত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেআটকৃতরা হলো অপহরনকারী রাসেলের মামা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গিয়াস পাঞ্চায়েত, মিলন মেম্বার এবং চাচাতো ভাই মাইনুল ও মহিবুল
অপহৃতা কলেজ ছাত্রীর মা মামলার বাদী প্রতিমা রানী বলেন, পুলিশ সুপার আমাকে শান্তনা দিচ্ছেনকিন্তু আমার মেয়েকে উদ্ধার করতে না পারলে শান্তনা দিয়ে কি হবে? আমার মেয়ের যদি কিছু হয় তার দায়িত্ব কে নিবে? ছয় দিন পার হলো এখনো পুলিশ কিছুই করতে পারলো নাএসময় তিনি আরো বলেন, ফোন করে মামলা তুলে না নিলে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরনকারীরাতাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডায়রীও আমরা করেছিযার নং ৭৯৫ তাং ২৮/০৪/১২ ইংএরপরও হুমকি-ধামকি অব্যাহত রয়েছে
অপহৃতা কলেজ ছাত্রীর বাবা শ্যামল মাতব্বর বলেন, রাসেল স্কুল জীবনে আমার মেয়ের সাথে একই ক্লাশে পড়া শুনা করতওই সময় থেকেই রাসেল আমার মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিততার প্রস্তাবে রাজি না হওয়ায় রাসেল মোবাইল ফোনে বিভিন্ন সময় আমার মেয়েদের তুলে নেয়ার হুমকি দিত
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান জানান, অপহৃতা কলেজ ছাত্রী দিপা রানীকে উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে

No comments:

Post a Comment