শেরপুর সদরে একটি মন্দির এলাকায় অর্পিত সম্পত্তি দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রশাসন।
পুলিশ জানায়, রোববার ভোররাতে সরকারি কর্মচারীদের দুটি সংগঠন শহরের রঘুনাথ জিউর মন্দিরের পাশের পুকুর পাড়ে ছাপড়া ঘর তুলে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। প্রশাসনের নির্দেশে বিকালে তারাই আবার সব স্থাপনা সরিয়ে নেয়।
বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি ও বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি শেরপুর জেলা শাখার নামে এই জমি দখলের চেষ্টা করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ওই জমি দখল করার পর মন্দির কমিটিসহ এলাকার সংখ্যালঘুরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর পৌর মেয়র, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা এবং সাংবাদিকরা ঘটনাস্থলে যান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন তৎক্ষণাৎ এই স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়জুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে দুটি সংগঠনই তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে।
জেলা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, দখল করার জন্য নয়, বসার জায়গা নেই তাই এ খালি জমিতে অস্থায়ী কার্যালয় নির্মাণ করতে চেয়েছিল কর্মচারীরা।
No comments:
Post a Comment