শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Friday, December 9, 2016

গুজরাট দাঙ্গা আর ভণ্ড সেকুলারদের ভণ্ডামি


আমাদের পেজে হিন্দু নির্যাতনের আর মন্দির ভাঙ্গার কথা উঠতেই কিছু মোডারেট ভণ্ড মুসলিম ভাঙ্গা রেকর্ডের মত গুজরাট দাঙ্গা আর বাবরী মসজিদের গান গেয়ে যায়। বাবরী মসজিদের সম্পর্কে আমরা আগেই লিখেছি (https://www.facebook.com/BangaliHinduPost/photos/a.235777976544869.51050.145957298860271/509361579186506/?type=3&theater)। কোন চক্ষু লজ্জা সম্পন্ন মুসলিম বাবরী মসজিদ প্রসঙ্গ কেমন করে আনে আমি বুঝি না। শুধুমাত্র হিন্দু শাসিত ভারত বলেই বাবরী মসজিদের জায়গা হিন্দু মুসলিম আর জৈনদের মাঝে ভাগ করে দেয়া হয়।অথচ ওই একই মুসলিমকে আপনি সোমনাথ, কাশী বিশ্বনাথ বা মুসলিম আমলে ধ্বংস করা হাজার হাজার মন্দিরের কথা জিজ্ঞেস করুন, বলবে জানি না।প্রসংগত জানা দরকার সোমনাথের ধ্বংসের উপর নির্মিত মসজিদটি ভারত সরকার নিজ অর্থায়নে পাশেই তৈরি করে দেয়। অথচ আমাদের দেশের বেহায়া মুসলিমরা এদেশে হাজার হাজার মন্দির ধ্বংস করছে, আর আমাদের পেজে সে সব কথা বললেই দল বেঁধে এসে ভারতের বাবরী মসজিদের উদাহরণ দেয়।রাম জন্মস্থানে যেমন তারা রাম মন্দির ভেঙ্গে বাবরী মসজিদ বানিয়েছে তেমনি কৃষ্ণ জন্মস্থান মথুরাতেও তারা কৃষ্ণ মন্দির ভেঙ্গে মসজিদ আর ঈদগাহ বানিয়েছে যা এখনও বর্তমান।মুসলিমদের নির্লজ্জতার কোন সীমা পরিসীমা নাই।আগেই বলেছি তাদের আরেকটি চর্বিত চর্বণ হল গুজরাটের দাঙ্গা প্রসঙ্গ। আজ থেকে কেউ এই প্রসঙ্গ আনলে তাদের মুখের উপর এ লেখা ছুড়ে দিবেন। 

গুজরাট দাঙ্গার কথার নিশ্চয় সকলের মনে আছে। তথাকথিত সেকুলারিস্টরা এই দাঙ্গার কথাটাই যেখানে সেখানে প্রচার করে থাকে। ঘটনার যে গোধরা ট্রেন পোড়ানোর কাণ্ড থেকে সূত্রপাত সেটা তারা অনেকেই বলতে চান না বা স্বীকার করেন না।গুজরাটের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসে করে অযোধ্যা থেকে প্রত্যাবর্তনকারী S6 কামরায় অবস্থানকারী বিশ্ব হিন্দু পরিষদের করসেবকদের উপর প্রায় প্রায় ২০০০ জনের একদল উগ্র মুসলিম পূর্বপরিকল্পনা মাফিক আগুন ধরিয়ে দেয়।যে নৃশংসভাবে ঐ জীবন্ত ৫৯ জন যাত্রীকে (যারমধ্যে ২৭ জন মহিলা ও ১০ টি শিশু) দগ্ধ করা হয়েছিল , তা কোনও সভ্য সমাজের কল্পনারও অতীত !

কি হয়েছিল সেদিন...২০০২ সালের ২৭ ফেব্রুয়ারীর সকাল ৭:৪৩ মিনিটে "সবরমতি এক্সপ্রেস" প্রায় ৪ ঘন্টা দেরী করে পৌছায় গোধরা স্টেশনে। বিশ্ব হিন্দু পরিষদের করসেবকেরা রাম জন্মভুমিতে তাদের সম্মেলন শেষে ঐ ট্রেনে ফিরছিলো।নির্দ্দিষ্ট ৫ মিনিট যাত্রা বিরতির পর ট্রেন যাত্রা শুরু করে। স্টেশন থেকে প্রায় ১ কিলো মিটার দূরে ফাদিয়া সিগন্যালের কাছে চেন টেনে ট্রেন থামানো হয় (আনোয়ার কালান্দার নামের এক ছেলে চেন টেনেছিল)। প্রায় ৫০০ জন উগ্র মুসলিম এক যোগে হামলা চালায় ট্রেনে। তারপর করসেবকদের কোচে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারা যায় ২৭ জন মহিলা এবং ১০ টি শিশু সমেত মোট ৫৯ জন তীর্থযাত্রী !!! ২৫০ জন বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের একজনের দাবী প্রায় ২,০০০ মুসলমান হামলা করেছিল ফাদিয়া সিগন্যাল এ।দি ডেইলি ট্রিবিউন লিখেছিল “ চেন টেনে ট্রেন থামানোর পর ইটপাটকেল নিক্ষেপকারী বিপুল সংখ্যক লোক, পেট্রোল, পেট্রোল বোমা এবং কেরসিন ঢেলে ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেয়।”

নেপথ্য কাহিনী --ট্রেনে হামলার ঘটনা পুর্ব পরিকল্পিত । ট্রেন পোড়ানোর দায়ে অভিযুক্ত জাবির বেহেরার স্বীকারক্তি অনুযায়ী গ্রেফতার করা হয় মৌলানা হুসেন ওমারজীকে।আদালতে বেহেরার স্বীকারোক্তি দেয় যে “ ঘটনার আগের দিন রাত এগারোটায় মৌলানা উমরজী গেস্ট হাউস “ আমান”এ মিটিং করেন গেস্ট হাউজের মালিক “রাজ্জাক কুরকুরে” ঐদিন পার্শবর্তী পেট্রোল পাম্প থেকে ১৪০ লিটার পেট্রোল সংগ্রহ করেন তারা। পেট্রোল পাম্পের মালিক “প্যাটেল “ ভ্রাতৃদ্বয় পেট্রোল কেনার ব্যাপার নিশ্চিত করেন। সেলিম পানওয়ালা স্টেশনে গিয়ে খবর নিয়ে জানেন যে সবরমতি এক্সপ্রেস প্রায় ৪ ঘন্টা দেরী করে আসছে। তারা সেই অনুযায়ী পরিকল্পনার সময় নির্ধারন করেন।ফাদিয়া সিগনাল এলাকা মুসুলমান অধ্যুষিত।আমান গেস্টহাউজ সিগন্যাল ফাদিয়ার কাছেই। ওখানেই জমা রাখা হয়েছিলো প্রতিটি ২০ লিটারের জারিক্যান” এ ভরা পেট্রোল।বেহেরা সহ মোট ৬ জন ট্রেনের সংযোগ স্থল কেটে ট্রেন এ জারী ক্যান সহ ঢুকে পড়েন। তারপর জারিক্যান ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দরজা খুলে লাফিয়ে পড়েন তারা। তাছাড়া ওই দিন সকালবেলায় গোধরা স্টেশনে এত বেশী লোকের স্টেশনে উপস্থিত থাকা পুর্ব পরিকল্পনারই ইঙ্গিত দেয়। হামলা কারীরা জানতো ঐ ট্রেনে করসেবকরা ফিরছে এবং তারা নির্দ্দিষ্ট কামরাতেই আক্রমন চালায়।এই ঘটনার পরবর্তীতে ঘটে যাওয়া গুজরাট দাঙ্গা নিয়ে আমাদের দেশের সেকুলার মিডিয়া-বুদ্ধিজীবি সকলে সরব হলেও গোধরার হিন্দু নিধনের ঘটনায় তারা আশ্চর্যজনকভাবে নিরব থাকে।তাই আমাদের সকলের মনে রাখতে হবেঃ দাঙ্গা লাগিয়েছিল মুসলমানরাই। ২০০২ এর গুজরাট দাঙ্গার সূত্রপাত হয়েছিল ২৮শে ফেব্রুয়ারী। তার আগের দিন অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারী সাবরমতী এক্সপ্রেস এ একটি কামরা মুসলিমরা আগুনে জ্বালিয়ে দেয়। এই ঘটনার পরদিন বিশ্ব হিন্দু পরিষদ সারা রাজ্যে বন্ধ ডাকে। গুজরাট সরকার ওই দিন সারা রাজ্যে কারফিউ ঘোষণা করেছিল। দাঙ্গার পরদিন প্রচুর সশস্ত্র যুবক গেরুয়া পোষাক পরে ট্রাক বোঝাই করে আসে এবং গোধরা, আহমেদাবাদ, গান্ধীনগর, ভদোদরা ও সন্নিহিত অঞ্চলে মুসলিমদের আক্রমণ করে। সেই সময় বর্তমান পত্রিকায় সম্পাদকীয় লেখা হয়েছিল,' আক্রমণের পর আক্রমণ করে অবশেষে মুসলিম জঙ্গীরা সফল হয়েছে। তারা হিন্দুদের অস্ত্র হাতে রাস্তায় নামিয়ে দিয়েছে। প্রমাণ করে দিয়েছে হিন্দুরাও দাঙ্গা করে। এটাই তারা এতদিন ধরে চাইছিল।'অথচ হিন্দু বিরোধী মিডিয়া তিস্তা জাভেদ সিতলাবাদ এবং তেহেল্কার মিত্থাচার ছিল নরেন্দ্র মোদীই নাকি দাঙ্গা বাধিয়েছিলেন!!!!!!!!! টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে বলা হয়, তিন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ বলেন, ‘২০০২ সালে গুজরাটে দাঙ্গার ঘটনায় করা মামলাগুলোতে আমাদের আর কোনো পর্যবেক্ষণ নেই।’ সিটের প্রতিবেদনে মোদিকে কোনো দোষারোপ করা হয়নি। তখন মোদী টুইটার করলেন "GOD IS GREAT." মুসলিম তোষণকারী মিডিয়া বোধহয় মনক্ষুণ্ণ হলেন। বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করলোঃ "২০০২ সালে গুজরাটের গোধরায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রায় ৬০ জন হিন্দু করসেবক নিহত হয়। এরপর রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং দুই হাজারের বেশি মুসলমান নিহত হয়। " http://www.prothom-alo.com/detail/date/2011-09-12/news/185016মিডিয়ার কী মিথ্যাচার। দাঙ্গাতে নাকি ২০০০ মুসলমান মারা গেছে। কোন হিন্দু মারা যায় নাই। যে ই মারা যাক না কেন আমরা এই অনাচারের প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন করি কিন্তু তাই বলে হলুদ সাংবাদিকতাকে মেনে নিতে পারি না। ১১ মে ২০০৫ এ কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদন আসে, দাঙ্গাতে ৭৯০ মুসলিম ও ২৯৪ হিন্দু মারা যায়।সেসময়ের সংবাদ পত্রের কিছু লিংক পড়ুন ১.ভারতীয় মুসলিমদের দৈনিক মিল্লাত গেজেট ও টা প্রকাশ করেন http://www.milligazette.com/Archives/2005/01-15June05-Print-Edition/011506200511.htm২.বিবিসিতেও আসে এভাবেhttp://news.bbc.co.uk/2/hi/south_asia/4536199.stmতাই যারা শুধুমাত্র ২০০০ মুসলিমের মারা যাওয়ার খবর ছড়াচ্ছে তারা নির্লজ্জ মিথ্যুক।গুজরাট দাঙ্গায় কোন হিন্দু হত্যার খবর ওরা দেয় না কেন? আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। সেটা যেই করুক। কিন্তু মিথ্যাচার কেন হবে? মিথ্যাচারের জবাব আসে ভোটের রাজনীতিতে। ২০০৮ এ যখন ভারতীয় জনতা পার্টি আবার গুজরাটের ক্ষমতায় আসে।২০১২ তে সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বি জে পি আবার ক্ষমতায় আসে গুজরাটে এবং রাজ্যের অনেক মুসলিম প্রধান এলাকা গুলোতে তাদের জয় প্রমান করে গুজরাটের মুসলিমরা অন্তত মোদীকে দায়ি করে না। অথচ বাংলাদেশের মুসলিমরা প্রতিনিয়ত কুম্ভীরাশ্রু ফেলে তাদের জন্য। সত্যিই হাস্যকর। সত্য মেভা জয়তে। 
দাঙ্গা নিয়ে মিথ্যাচার হল মুসলিমরাই নাকি শুধু দাঙ্গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একথা সত্য মুসলিমরা নির্মমভাবে নিহত হয়েছে নারুদা পটিয়া,গুলবার্গ সোসাইটি এবং সরদপুরে। কিন্তু তারাও নিরীহ ছিল না।মুসলমানরাই গোধরাতে দাঙ্গা লাগিয়েছিল এবং মুসলমানরাও সমান ভয়ানক ছিল। মুসলমানরা হিন্দুদের নির্মমভাবে হত্যা করে হিমান্তানগর, দানিলিমদা ও সিন্ধী মার্কেট এলাকা সহ অনেক জায়গাতে। IndiaToday এর খবর পড়ুন http://archives.digitaltoday.in/indiatoday/20020415/states.html৮,৯,১০,১৫ প্যারা পড়ুন ভাল করে। The Hindu রিপোর্ট করে মুসলিমরাই আহমেদাবাদে দাঙ্গা শুরু করে ছিল। http://www.hindu.com/thehindu/2002/03/02/stories/2002030203050100.htm৯ম প্যারার শেষ লাইনটি পড়ুন। ৪০০০০ হিন্দুকে তাদের বাড়িঘর ছেড়ে মুসলিমদের ভয়ে পালাতে হয়। মুসলিমরা ২০০২ এর ২৩ মার্চ রেভদি বাজারে ৫০ টি হিন্দু দোকান পুড়িয়ে ১৫ কোটি টাকার সম্পদ নস্ট করে। এখানে দেখুন (The Times of India)http://articles.timesofindia.indiatimes.com/2002-03-23/ahmedabad/27123464_1_fire-tenders-cloth-shops-arsonমুসলিমরা আহমেদাবাদের ১ ও ২ মার্চের দাঙ্গা লাগায়। এরা ১৫৭ টি স্থানে দাঙ্গা লাগায়।উপরন্তু তারা পুলিশকে তাদের এলাকায় সন্ত্রাসী ধরতে ঢুকতে দেয়নি। (১৫নং প্যারা পড়ুন) 'The India Today' তে দেখুনhttp://www.indiatoday.com/itoday/20020415/states.shtmlবিভিন্ন রায়ে মুসলমানদের সাজা হওয়ার ঘটনা প্রমান করে এরাও দাঙ্গাতে জড়িত ছিল যা বাংলাদেশের মুসলমান মিডিয়া কখনও বলবে না।ক> ৯ দাঙ্গাবাজ মুসলমানের সাজা http://www.expressindia.com/news/fullstory.php?newsid=65065 ;খ>দাঙ্গাবাজ মুসলমানের সাজা http://cities.expressindia.com/fullstory.php?newsid=174094;গ>৪ দাঙ্গাবাজ মুসলমানের সাজাhttp://www.indianexpress.com/news/postgodhra-riots-dna-test-nails-4-killers/4719/

গুজরাট দাঙ্গা নিয়ে হিন্দু বিরোধী মিডিয়ার অপপ্রচার হল শুধু মুসলমানরাই দাঙ্গাতে গৃহহীন হয়েছিল। ২০০২ এর ৫ মার্চ হিন্দু বিরোধী টাইম্‌স অফ ইন্ডিয়া লিখেছিল মুসলিমদের জন্য ৮৫ টি এবং হিন্দুদের জন্য ১৩ টি ক্যাম্প খোলা হয়আহমেদাবাদে ১০০০০ হিন্দু গৃহহীন হয়েছিল। এবং ২৫ এপ্রিলের ভিতর ১০০০০০ মুসলিম এবং ৪০০০০ হিন্দু গৃহহীন হয়।The Indian Express অসহায় হিন্দুদের উপর দুটি রিপোর্ট করেছিল।২০০২ এর সাত মে এবং দশ মে তারিখে মুসলমানরা দলিত হিন্দুদের উপর হামলা করেছিল। হিন্দুদের মন্দিরে আশ্রয় নিতে হয়েছিল। কারন গুজরাটে বিজেপি সরকার মুসলিমদের বাঁচাতে এতোই ব্যাস্ত ছিল যে তারা হিন্দুদের বাঁচাতে কিছুই করেনি। এটা পড়ুন http://www.indianexpress.com/storyOld.php?storyId=2401টাইম্‌স অফ ইন্ডিয়া ১৮ মার্চ ২০০২ তারিখে ”Riots hit all classes, people of all faith”। সেখানে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে তারা লিখে। -”Contrary to popular belief that only Muslims have been affected in the recent riots, more than 10,000 people belonging to the Hindu community have also become homeless”. মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদের উপর চলে অমানবিক নির্যাতন। এটা পড়ুন http://www.gujaratriots.com/22/myth-7-only-muslims-were-rendered-homeless-and-suffered-economically/মুসলিমরাই হিন্দুদের দোকান পুড়িয়ে এরপর মুসলিমরাও হিন্দুদের আক্রমণ করে ও হত্যা করে। গুজরাট পুলিসের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা নাকি কঠোর হাতে এই আক্রমণকারীদের মোকাবিলা করেনি। এই ঘটনায় পেইড মিডিয়া হিন্দুবিরোধী প্রচারের সুযোগ পেয়ে আনন্দে নেচে ওঠে। এই দাঙ্গার পর তীব্র হিন্দু বিরোধী প্রচার চালানো হয়। মিডিয়া ও বিভিন্ন এনজিও গুলো প্রচার চালায় যে গৈরিক বেশধারী সশস্ত্র সন্ত্রাসবাদীরা, যারা সকলেই ভিএইচপি, আরএসএস, বজরং দলের সদস্য, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে নিরীহ মুসলিমদের আক্রমণ করে। এই ভাবেই গুজব হাওয়ায় ওড়ানো হয়েছে। কিন্তু যখন কোন নির্দিষ্ট ঘটনা, সুনির্দিষ্ট অভিযোগ তারা কোর্টের সামনে এনেছে তখন তাদের অনেক মিথ্যেই ধরা পড়ে গেছে।যেমন তিস্তা সিতালবাদ কর্তৃক বহুল প্রচারিত একটি গুজব ছিল কাওসার বানু নামক এক মুসলিম গর্ভবতী নারীকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং তার গর্ভের সন্তানকে বের করে ফেলা হয়।আদালতের রায়ে এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন,বানোয়াট বলে প্রমাণিত হয়। The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.(https://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Allegations_of_witness_tampering)গুজরাট দাঙ্গার আরেকটি বিখ্যাত কেস হল বেস্ট বেকারি কেস।প্রচার করা হয়, ভদোদরার একটি বেকারির কারখানা হিন্দুরা দল বেঁধে এসে জ্বালিয়ে দেয় ও শেখ পরিবারের (যারা ওই বেকারির মালিক) ১৪ জনকে পুড়িয়ে মারে। ওই পরিবারের কারুর নামই জানা যায় নি (অন্তত কেউ জানতে পারি নি) শুধু ওই পরিবারের মেয়ে জাহিরা শেখ, যে বেঁচে গিয়েছিল ও থানায় এফআইআর ফাইল করেছিল। ওই কেসের শুনানি চলে সুপ্রিম কোর্টে। সেখানে জাহিরা শেখ বারবার মিথ্যা ও পরস্পর বিরোধী বিবৃতি রাখার পর সমালোচনার সম্মুখীন হয়। অবশেষে সে বিবৃতি দিয়ে সত্য ঘটনা জানিয়ে বলে তিস্তা সেতলাবাদ (https://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad) নামে একজন এনজিও কর্মী তাকে ঘুষ দিয়ে বাধ্য করেছে মিথ্যা বিবৃতি দিতে। এই তিস্তা গুজরাটে হিন্দু সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে দাঙ্গা কবলিতদের জন্য প্রচুর চাঁদা সংগ্রহ করেছিল এবং নিজের পকেটে পুরেছিল। এ জন্য মুসলিম সম্প্রদায়ও তার উপর খেপে গিয়েছিল। যাই হোক, জাহিরা শেখ মিথ্যা বিবৃতি দেওয়ার কারণে তাকে সুপ্রিম কোর্ট এক বছরের কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেয়(https://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Allegations_of_witness_tampering) তিস্তা সেতলাবাদ যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে তা বেশীর ভাগই ভুয়ো প্রমাণিত হয়। এমন কি সে রায়টের যে সব সাক্ষীদের নিয়ে আসে, প্রমাণ হয় তারা আদৌ রায়টের সাক্ষী ছিল না।কিন্তু এই তিস্তার কোন শাস্তি হয় নি। এখন আমার প্রশ্ন তাহলে তথকথিত সুশীল, মোডারেট মুসলিমরা হিন্দু মুসলমান নির্যাতনের কথা আসলেই গুজরাটের কথা আনেন কেন?এটা স্পষ্ট গুজরাটে দাঙ্গার পিছনে মুসলিমরা জড়িত ছিল,তারাই উস্কানিদিয়েছিল, তাদের কারনে এত গুলো নিরপরাধ হিন্দু মুসলিম প্রাণ হারাল। আমরা কোন হানাহানি চাই না, হিন্দু মুসলিমের সহবস্থান চাই। একবার চিন্তা করে দেখুন তো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যদি এরকম উস্কানি দিত তা হলে কি হত। স্মৃতি নাড়া দিয়ে দেখুন হাট হাজারিতে মুসলিমরা নিজেদের পবিত্র মসজিদ ভেঙ্গে দোষ দিয়েছিল হিন্দুদেরকে(http://www.samakal.com.bd/details.php?news=14&action=main&view=archiev&y=2012&m=02&d=17&option=single&news_id=236150&pub_no=965) আর কি ভাবে মন্দির বাড়ি ঘর ভেঙ্গেছিল, নির্যাতন করেছিল হিন্দুদেরকে ।সাতক্ষীরা তে বিনা দোষে হিন্দুদেরকে মারা হয়েছিল।এ ভাবে পায়ে পাড়া দিয়ে বিনা অজুহাতে হিন্দুদেরকে নির্যাতন করা হয় বাংলাদেশে এ রকম অসংখ্য উদাহরন রয়েছে এদেশে।এ দেশের হিন্দুরা যদি ভারতের মুসলিমদের মত উগ্র হত তা হলে তাদের রক্তের বন্যা বয়িয়ে দিত তথাকথিত শ্রেষ্ঠ আর শান্তির ধর্মের বান্দারা । দুনিয়াতে সংখ্যালঘু নিরজাতনের এমন নজির বাংলাদেশ , পাকিস্তান আর আফগানিস্থান ছাড়া আর কোথাও আছে কিনা সন্দেহ আছে।এরপরও এদেশে এক শ্রেণীর মানুষ শুধু বলতে থাকবে এদেশে সঙ্খ্যালঘুরা নাকি ভাল আছে।তাদের কাছে আমার শেষ প্রশ্ন তাহলে এদেশে হিন্দুদের পরিমান দিনকে দিন কমছে কেন? আর ভারতে সংখ্যা লঘুদের পরিমান বাড়ছে কেন?

Friday, January 22, 2016

অর্ধ কুম্ভ মেলায় ভারতীয় মুসলিম জঙ্গি এবং আইএস হামলার চক্রান্ত ফাঁস ; দিল্লিতে গ্রেফতার ৪ মুসলিম জঙ্গি




আপনাদের মনে আছে নিশ্চয় সন্ত্রাসী ইয়াকুব মেমনের জানাজাতে অংশ নিতে মুম্বাইতে হাজার হাজার মুসলিমের ভিড় এর কথা। এরা কেউ পাকিস্তানি মুসলিম না। এরা সবাই ভারতীয়। ভারত ইউনিয়নের টেরিটোরিতে থাকে। ১০% কোটা উপভোগ করে চাকরি আর উচ্চ শিক্ষায়। হজ্জ করতে গেলে তাদের ট্যাক্স ভারতমাতা বহন করে। এরাই দুইদিন পর পর দাঙ্গা লাগায়। কিন্তু পাকিস্তানের টাকায় ভারতের ভিতর বোমা ফাটায়। হিন্দুদের মারতে। কাফের দের মারতে।



আমি স্বীকার করছি অনেক দেশপ্রেমিক মুসলিম আছে, কিন্তু বেশির ভাগ ভারতীয় মুসলিমই পাকিস্তানপন্থি। তার প্রমাণ তারা দিয়েছে এক খুনির সাজার বিরুদ্ধে কথা বলে। তার প্রমাণ তারা দিয়েছে তার জানাজায় অংশ নিয়ে। তার প্রমাণ দিল তারা আবারও প্রজাতন্ত্র দিবসের আগে হামলা চালানোর উদ্দেশ্যেই ভারতে প্রবেশ করে l টার্গেট ছিল অর্ধ কুম্ভ মেলাও l কিন্তু পুলিশ ইতিমধ্যেই ৪ জন কে আটক করেছে l যাদের বয়স ১৯ থেকে ২৩-এর মধ্যে l এরা সবাই ভারত মুসলিম। ভারত মায়ের দুধ কলা দিয়ে পোষা সাপ।



প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে নাশকতা চালাতে পারে জঙ্গিরা l এমন আশঙ্কা আগে থেকেই ছিল l সেই অনুযায়ী, গোপন সুত্রে খবর পেয়ে রাজধানী থেকে বুধবার ৪ জনকে পাকড়াও করে পুলিশ l জানা যায়, দিল্লি, এনসিআর, গ্রেট ইন্ডিয়া প্লেস, বসন্ত কুঞ্জ সহ দিল্লির বেশ কয়েকটি জনবহুল জায়গা এবং শপিং মলে হামলা চালানোর পরিকল্পনা করছিল আইএস l আর সেই অনুযায়ীই, ওই ৪ জনকে পাঠানো হয়েছিল ভারতে l এই প্রথম আইএস জঙ্গি সন্দেহে কাউকে গ্রেফতার করা হলো ভারতে l পুলিশ জানিয়েছে, ভারতে সদস্য পাঠিয়ে, এবার সংগঠন মজবুত করতে চাইছে আইএস l আইইডি সহ একাধিক বিস্ফোরক ও অন্য অস্ত্রশস্ত্র তৈরি করে ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরিকল্পনা শুরু করেছে ওই জঙ্গি গোষ্ঠী l

Tuesday, October 20, 2015

বিদুর নীতি

'বিদুর-নীতি '


এই নীতির বক্তা কৌরব রাষ্ট্রের মহামন্ত্রি 'বিদুর' এবং শ্রোতা কৌরব রাষ্ট্রকে কোনরকমে ধারণ করে রাখা মহারাজ 'ধৃতরাষ্ট্র'।
তখন দৃষদ্বতী নদীর তীরে কৌরব এবং পাণ্ডব তথা তাদের পক্ষাবলম্বী রাজারা তাদের বিশাল সেনা নিয়ে মরণপণ যুদ্ধের জন্য সমবেত হয়েছেন । সেই মহারণের আগের রাতে ধৃতরাষ্ট্র দুঃশ্চিন্তায় অধীর, নিদ্রাহীন । তার মনে তখন চলছে লোভ আর বিবেকের দ্বন্দ্ব । চিন্তায় বিদীর্ণ ধৃতরাষ্ট্র একইসাথে পুত্রদের রাজ্যভোগের ইচ্ছার প্রতি সহানুভূতিশীল আবার এত রক্তপাতের জন্য হৃদয়-দহনে দগ্ধও হচ্ছেন । 

তখনই ধৃতরাষ্ট্রে্র মনে হল তার রাজ্যের মহামন্ত্রি, প্রাজ্ঞ, ধৃতরাষ্ট্রেরই সৎভাই 'বিদুর'-র কথা । সেই ঘোর ধ্বংসের পূর্বরাতে ধৃতরাষ্ট্র কর্তৃক আহূত হয়ে 'ধর্মরাজ' বিদুর রাজধর্ম, সংসারধর্ম তথা মানবপ্রবণতা সম্পর্কে তার অগ্রজকে যে উপদেশ দিয়েছিলেন তাকেই বলা হয় 'বিদুর-নীতি' ।

এই 'বিদুর-নীতি' মহাভারতের 'উদ্যোগপর্বে' সন্নিবেশিত । 'বিদুর-নীতি'-র সুখি হবার উপায় সম্পর্কিত একটি উপদেশ নিম্নরূপ-

'এক দিয়ে দুইয়ের পার্থক্য করা, চার দিয়ে তিনকে বশে আনা, পাঁচকে জয় করা, ছয় সম্পর্কে সতর্ক থাকা এবং সাত থেকে দূরে থাকা । এটাই হচ্ছে সুখী হবার উপায় ।'
বেশ হেঁয়ালিপূর্ণ কথা নিশ্চয়ই!! 


তবে এখানে-
এক= বুদ্ধি, দুই= কি করা উচিত এবং কি করা উচিত নয়, তিন= শত্রু, বন্ধু ও নিরপেক্ষ ব্যক্তি, চার= সন্ধি, উপহার, বিভেদ, শাস্তি দেওয়া, পাঁচ= মানুষের পাঁচটি ইন্দ্রিয়, ছয়= কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু এবং সাত= ব্যভিচার, জুয়াখেলা, অকারণ প্রাণিহত্যা, কটু কথা বলা, বিষদান, নির্দোষকে শাস্তি দেওয়া, পরের সম্পদের উপর লোভ করা ।

শিবতাণ্ডবস্তোত্রম

দশানন রাবণকৃত 'শিবতাণ্ডবস্তোত্রম' 

জটাটভীগলজ্ – জলপ্রবাহপাবিতস্থলে
গলেবলম্ব-লম্বিতাং ভুজঙ্গতুঙ্গমালিকাম্
ডমড্ ডমড্ ডমড্ ডমন্-নিনাদ-বড্-ডমর্বয়ম্
চকার-চণ্ড-তাণ্ডবম্ তনোতু নঃ শিবঃ শিবম্ ।।

জটাকটাহ-সম্ভ্রম-ভ্রমন্-নির্লিম্প নির্ঝরী
বিলোল-বীচিবল্লরী বিরাজমানে মূর্ধনী
ধগদ্-ধগদ্-ধগদ্জ্জ্বল-ললাট-পট্টপাবকে
কিশোর-চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণম্ মম ।।

ধরা-ধরেন্দ্র-নন্দিনী বিলাস-বন্ধু-বন্ধুর
স্ফূরদ্-দিগন্ত-সন্ততি প্রমোদমান-মানসে
কৃপাকটাক্ষধোরণী নিরুদ্ধ-দুর্ধরাপদি
ক্বচিদ্-দিগম্বরে মনো বিনোদমেতু-বস্তুনি ।।

জটাভুজঙ্গ-পিঙ্গল স্ফূরদ্-ফণামণিপ্রভা
কদম্ব-কুমকুমদ্রব প্রলিপ্ত দিগ্বধূমুখে
মদান্ধ-সিন্ধুর-স্ফূরদ্ তত্ত্বগ্-উত্তরীয়মেদুরে
মনো বিনোদমদ্ভূতম্ বিভর্তু ভূতভর্তরি ।।

সহস্রলোচন-প্রভূত অশেষ-লেখশেখর
প্রসূন-ধূলিধোরণী বিধু-সরান্দ্রি পীঠভূঃ
ভুজঙ্গরাজ-মালয়া নিবদ্ধ-জটাজূটক
শ্রিয়ে চিরায় জায়তাং চকোর-বন্ধুশেখর ।।

ললাট-চত্বর-জ্বলদ্ ধনঞ্জয়-স্ফূলিঙ্গভা
নিপীত-পঞ্চসায়কম্ নমন্-নির্লিম্পনায়কম্
সুধাময়ুখ-লেখয়া বিরাজমান শেখরং
মহাকপালি-সম্পদে শিরোজটালমস্তু নঃ ।।

করাল-ভাল-পট্টিকা ধগদ্ ধগদ্ ধগদ্জ্জ্বলদ্
ধনঞ্জয়ধরীকৃত প্রচণ্ড পঞ্চসায়কে
ধরা-ধরেন্দ্র নন্দিনী কুচাগ্রচিত্রপত্রক
প্রকল্পনৈক শিল্পিনি ত্রিলোচনে-রতির্মম ।।

নবীনমেঘমণ্ডলী নিরুদ্ধ-দুর্ধরস্ফূরদ্
কূহুনিশিথিনীতমঃ প্রবন্ধ-বন্ধ-কন্দরঃ
নিলিম্প-নির্ঝরীধরস্তনোতু কৃত্তিসিন্ধুরঃ
কলানিনাদবন্ধুরঃ শ্রিয়ম্ জগত্-ধুরন্ধর ।।

প্রফুল্ল-নীলপঙ্কজ প্রপঞ্চকালিমাপ্রভা-
বিলম্বিকণ্ঠ-কন্দলী-রুচিপ্রবন্ধ-কন্দরম্
স্মরচ্ছিদম্-পুরচ্ছিদম্-ভবচ্ছিদম্-মখচ্ছিদম্
গজচ্ছিদম্-ধকচ্ছিদম্ তমন্তকচ্ছিদম্ ভজে ।।

অখর্ব-সর্বমঙ্গল কলাকদম্ব-মঞ্জরী
রসপ্রবাহ-মাধুরী বিজৃম্ভণ-মধুব্রতম্
স্মরান্তকম্, পুরান্তকম্, ভবান্তকম্, মখান্তকম্
গজান্ত-কান্ধকান্তকম্ , তমন্তকান্তকম্ ভজে ।।

জয়ত্বদভ্র-বিভ্রম-ভ্রমদ্ভুজঙ্গ-মশ্বস্-
-দ্বিনির্গমৎ-ক্রমস্ফুরৎ করাল-ভাল-হব্যভাট্
ধিমিদ্-ধিমিদ্-ধিমিধ্বন্-মৃদঙ্গতুঙ্গ-মঙ্গল
ধ্বনিক্রম-প্রবর্তিত প্রচণ্ডতাণ্ডবঃ শিবঃ ।।

দৃষদ্বিচিত্র-তল্পয়োর-ভুজঙ্গ মৌক্তিকস্রজোর-
-গরিষ্ঠরত্ন-লোষ্ট্রয়োঃ সুহৃদ্-বিপক্ষ-পক্ষয়োঃ
তৃণারবিন্দ-চক্ষুয়োঃ প্রজা-মহী-মহেন্দ্রয়োঃ
সমং প্রবর্তয়ন্মনঃ, কদা সদাশিবম্ ভজে ।।

কদা নির্লিম্পনির্ঝরী, নিকুঞ্জকোটরে বসন্
বিমুক্ত-দুর্মতিঃ-সদা শিরঃস্থমঞ্জলিবহন্
বিলোল-লোল-লোচনো ললাট-ভাল-লগ্নকঃ
শিবেতি-মন্ত্রমুচ্চরণ কদা সুখি ভবামহম্ ।।

ইদম্ হি নিত্যমেবমুক্ত-মুত্তমোত্তমম্ স্তবম্
পঠন্-স্মরণ্-ব্রুবন্-নরো বিশুদ্ধমেতি-সন্ততম্
হরে গুরৌ সুভক্তিমাশু য়াতি নান্যথা গতিম্
বিমোহনম্ হি দেহিনাম্ সুশঙ্করস্য চিন্তনম্ ।।

পূজাবসানসময়ে দশবক্ত্রগীতম্
য়ঃ শম্ভুপূজন-পরম্ পঠতি প্রদোষে
তস্য স্থিরম্ রথে-গজেন্দ্রম্-তুরঙ্গয়ুক্তা
লক্ষ্মী সদৈব সুমুখিম্ প্রদদাতি শম্ভু ।।

Thursday, July 30, 2015

ভারতবিরোধী সন্ত্রাসী ইয়াকুব মেমনের জানাজায় হাজার হাজার ভারতীয় মুসলিম!!!




এই ছবিগুলোর মানুষগুলোকে চেনেন ?



না চেনার তো কথা নয় ! এরা তো আপনার-আমারই প্রতিবেশী। আমাদের সংখ্যালঘু ভাই। এই ছবিগুলো আজকেরই । মুম্বাই-এর। বুঝতেই পারছেন - এরা শোকযাত্রায় অংশগ্রহণ করেছে। নিশ্চয় তাদের কোন প্রিয়জনের শোকযাত্রায় ! কে সেই প্রিয়জন ? যে ১৯৯৩ সালের ১২-ই মার্চ মুম্বাই শহরে ২৫৭ জন আমাদের দেশবাসীকে হত্যা করায় সক্রিয় অংশ নিয়েছিল। পর পর ১৩-টি বিস্ফোরণের মাধ্যমে। বিস্ফোরক RDX নিয়ে এসেছিল পাকিস্তান থেকে। নাম তার ইয়াকুব মেমন। আজ সকালে নাগপুর জেলে তার ফাঁসি দেওয়া হল। না, বিনা বিচারে নয়। দীর্ঘ ২২ বছর বিচারের পর, নিম্ন আদালত থেকে সুপ্রীম কোর্ট পর্যন্ত সব আদালতে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়েছিল। আমাদের দেশে তো শরীয়ত চলে না ! তাই ২৫৭ জনের হত্যাকারী এই সুযোগ পেয়েছিল। সেরা সেরা উকিল সে লাগিয়েছিল। উকিলের ফী তাকে পাকিস্তান বা আরব থেকে আনতে হয়নি তা এই ছবিগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এত মানুষ তাকে ভালবাসে। পয়সার অভাব হবে ?




এত মানুষ এই হত্যাকারীকে কেন ভালবাসে তা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আমার এই পোস্ট নয়। আপনি যদি বুঝতে না পারেন, তবুও আমি বোঝানোর চেষ্টা করব না। আমি শুধু এই কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই লক্ষ লক্ষ মানুষ্ আপনার অপরিচিত নয়, আপনার দূরের মানুষ নয়। এরা আপনারই প্রতিবেশী। এরা ইয়াকুব মেমন-কে এত ভালবাসে, তাহলে আপনাকে কতটা ভালবাসে - একটু ভেবে দেখবেন। ২০% হিন্দু অধ্যুষিত জেলায় (চট্টগ্রাম) বসে মাষ্টারদা সূর্য সেন যে ভুল করেছিলেন, সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। যদি করেন তাহলে সূর্য সেনের বংশধরদের মত আপনার বংশধরদেরও আর একবার রিফিউজী হতে হবে।


এই ছবিগুলোর দিকে তাকিয়ে আর একবার ভেবে দেখবেন - নেতাদের মুখনিঃসৃত "সন্ত্রাসবাদীর কোন ধর্ম হয় না" কথাটা মেনে নেবেন কিনা ! ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি, ভাই ভাই - আপনাকে আমাকে কোথায় নিয়ে যেতে পারে একটু ভেবে দেখবেন। দেওয়ালের লিখন পড়তে ভুল করবেন না।


তপন ঘোষ

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী