ভারতের উড়িষ্যা রাজ্যের এই সূর্য মন্দিরকে অপূর্ব স্থাপত্যশৈলী ও সমৃদ্ধ ইতিহাসের জন্য ইউনেসকো বিশ্ব সভ্যতার একটি উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছে । উড়িষ্যায় পুরী ও ভুবনেশ্বরের কাছে বঙ্গোপসাগরের বেলাভূমিতে ১৩ শ শতকে পূর্ব-গঙ্গা রাজ্যের অধিপতি মহারাজ নরসিংহ দেব সূর্য দেবতার আরাধনার জন্য এই মন্দিরের প্রতিষ্ঠা করেন । এই মন্দির তার অভিনব আকার, বিশালত্ব আর কারুকার্যের জন্য ভারতের সপ্তমাশ্চর্যের অন্যতম । তামিল শব্দ কোণ আর সংস্কৃত শব্দ অর্ক মিলে কোনার্ক শব্দটির সৃষ্টি । উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে । সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া । বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত । চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ । প্রতিটি চাকা একেকটি সূর্যঘড়ি ।চাকার ভেতরের দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে । মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণহস্তীর সঙ্গে । মন্দিরের বেদী থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে । দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বিভিন্ন প্রাণী, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, রাজদরবারের বিভিন্ন দৃশ্য, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে । মূর্তিগুলোর মানবিক আবেদন,নিখুঁত গড়ন,লীলায়িত ভঙ্গী শিল্পকলার চরম উত্কর্ষের নিদর্শন । কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির।মন্দিরের সামনে রয়েছে নাটমন্ডপ । এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজানৃত্য পরিবেশন করতেন । মন্দিরের ভিতরে রয়েছে নাটমন্দির, ভোগমন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় ৮৫৭ ফুট ।তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে । মন্দিরের দেউল এখনো ২০০ ফুট উঁচু। মন্দিরে সূর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই । কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত । কথিত আছে যে বাংলার সুলতান সুলেমান খান কারানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোনার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় । উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় ১৫০৮ সালে কোনার্ক আক্রমণ করে । ১৬২৬ সালে খুরদার তত্কালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরশিমা দেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান । সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় । শুধু বিগ্রহই নয় তিনি কোনার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খন্ডও তিনি পুরীতে নিয়ে যান । মারাঠা শাসনামলে কোনার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তরখন্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এ ১৭৭৯ সালে কোনার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয় । এই সময় মারাঠা প্রশাসন কোনার্কের নাট মন্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙ্গে ফেলে । সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায় । পর্তুগীজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোনার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয় । আঠারশ’ শতক নাগাদ কোনার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে ।মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় । মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় । বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর । জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোনার্ক মন্দির । সেসময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না । বিংশ শতাব্দীতে প্রতœতত্ববিদরা কোনার্ক মন্দির পুনরাবিষ্কার করেন । খননের ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয়। কোনার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিষ্ময়কর ভাস্কর্যকীর্তি ও অনন্য শিল্প সম্ভার । কোনার্ক মন্দিরের অনেক শিল্প কীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে । প্রতিদিন শত শত দর্শনার্থী কোনার্কের সূর্য মন্দির দেখতে আসেন । প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্পনৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময় বিমুগ্ধ করে।

হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম । অর্থাৎ যা চিরন্তন , শাশ্বত । স্বামী বিবেকানন্দ একে সকল ধর্মের প্রসূতি স্বরূপ বলে নির্দেশ করেছেন । কারণ এই বিশ্বে প্রচলিত ধর্ম মত গুলির প্রায় সব গুলির মূল ভাব হিন্দু ধর্মে দেখা যায় । অনেক ভাষাতে হিন্দু ধর্মের উপর সাইট থাকলেও বাংলা ভাষাতে একেবারেই হাতে গোনা। কিছু ওয়েবসাইট আবার বন্ধও হয়ে গেছে। তাই বাংলা ভাষায় হিন্দু ধর্মের মহিমা প্রচারের জন্যই আমাদের এই আয়োজন বাঙ্গালি হিন্দু পোস্ট।
শ্রীকৃষ্ণ এবং অর্জুন

অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।
Sunday, April 29, 2012
উড়িষ্যার সূর্য মন্দির কোনার্ক
ভারতের উড়িষ্যা রাজ্যের এই সূর্য মন্দিরকে অপূর্ব স্থাপত্যশৈলী ও সমৃদ্ধ ইতিহাসের জন্য ইউনেসকো বিশ্ব সভ্যতার একটি উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছে । উড়িষ্যায় পুরী ও ভুবনেশ্বরের কাছে বঙ্গোপসাগরের বেলাভূমিতে ১৩ শ শতকে পূর্ব-গঙ্গা রাজ্যের অধিপতি মহারাজ নরসিংহ দেব সূর্য দেবতার আরাধনার জন্য এই মন্দিরের প্রতিষ্ঠা করেন । এই মন্দির তার অভিনব আকার, বিশালত্ব আর কারুকার্যের জন্য ভারতের সপ্তমাশ্চর্যের অন্যতম । তামিল শব্দ কোণ আর সংস্কৃত শব্দ অর্ক মিলে কোনার্ক শব্দটির সৃষ্টি । উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে । সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া । বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত । চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ । প্রতিটি চাকা একেকটি সূর্যঘড়ি ।চাকার ভেতরের দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে । মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণহস্তীর সঙ্গে । মন্দিরের বেদী থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে । দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বিভিন্ন প্রাণী, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, রাজদরবারের বিভিন্ন দৃশ্য, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে । মূর্তিগুলোর মানবিক আবেদন,নিখুঁত গড়ন,লীলায়িত ভঙ্গী শিল্পকলার চরম উত্কর্ষের নিদর্শন । কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির।মন্দিরের সামনে রয়েছে নাটমন্ডপ । এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজানৃত্য পরিবেশন করতেন । মন্দিরের ভিতরে রয়েছে নাটমন্দির, ভোগমন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় ৮৫৭ ফুট ।তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে । মন্দিরের দেউল এখনো ২০০ ফুট উঁচু। মন্দিরে সূর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই । কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত । কথিত আছে যে বাংলার সুলতান সুলেমান খান কারানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোনার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় । উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় ১৫০৮ সালে কোনার্ক আক্রমণ করে । ১৬২৬ সালে খুরদার তত্কালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরশিমা দেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান । সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় । শুধু বিগ্রহই নয় তিনি কোনার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খন্ডও তিনি পুরীতে নিয়ে যান । মারাঠা শাসনামলে কোনার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তরখন্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এ ১৭৭৯ সালে কোনার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয় । এই সময় মারাঠা প্রশাসন কোনার্কের নাট মন্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙ্গে ফেলে । সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায় । পর্তুগীজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোনার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয় । আঠারশ’ শতক নাগাদ কোনার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে ।মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় । মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় । বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর । জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোনার্ক মন্দির । সেসময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না । বিংশ শতাব্দীতে প্রতœতত্ববিদরা কোনার্ক মন্দির পুনরাবিষ্কার করেন । খননের ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয়। কোনার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিষ্ময়কর ভাস্কর্যকীর্তি ও অনন্য শিল্প সম্ভার । কোনার্ক মন্দিরের অনেক শিল্প কীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে । প্রতিদিন শত শত দর্শনার্থী কোনার্কের সূর্য মন্দির দেখতে আসেন । প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্পনৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময় বিমুগ্ধ করে।
Subscribe to:
Post Comments (Atom)
Labels
বাংলা
(171)
বাংলাদেশে হিন্দু নির্যাতন
(22)
ethnic-cleansing
(17)
ভারতীয় মুসলিমদের সন্ত্রাস
(17)
islamic bangladesh
(13)
ভারতে হিন্দু নির্যাতন
(12)
: bangladesh
(11)
হিন্দু নির্যাতন
(11)
সংখ্যালঘু নির্যাতন
(9)
সংখ্যালঘু
(7)
আরব ইসলামিক সাম্রাজ্যবাদ
(6)
minority
(5)
নোয়াখালী দাঙ্গা
(5)
হিন্দু
(5)
hindu
(4)
minor
(4)
নরেন্দ্র মোদী
(4)
বাংলাদেশ
(4)
বাংলাদেশী মুসলিম সন্ত্রাস
(4)
ভুলে যাওয়া ইতিহাস
(4)
love jihad
(3)
গুজরাট
(3)
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন
(3)
বিজেপি
(3)
ভারতে অনুপ্রবেশ
(3)
মুসলিম বর্বরতা
(3)
হিন্দু নিধন
(3)
George Harrison
(2)
Julia Roberts
(2)
List of converts to Hinduism
(2)
bangladesh
(2)
কলকাতা
(2)
গুজরাট দাঙ্গা
(2)
বাবরী মসজিদ
(2)
মন্দির ধ্বংস
(2)
মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ
(2)
লাভ জিহাদ
(2)
শ্ত্রু সম্পত্তি আইন
(2)
সোমনাথ মন্দির
(2)
হিন্দু এক হও
(2)
হিন্দু মন্দির ধ্বংস
(2)
হিন্দু মুসলিম দাঙ্গা
(2)
Bhola Massacre
(1)
English
(1)
april fool. মুসলিম মিথ্যাচার
(1)
converted hindu celebrity
(1)
converting into hindu
(1)
dharma
(1)
facebook
(1)
gonesh puja
(1)
gujrat
(1)
gujrat riot
(1)
jammu and kashmir
(1)
om
(1)
religion
(1)
roth yatra
(1)
salman khan
(1)
shib linga
(1)
shib lingam
(1)
swami vivekanada
(1)
swamiji
(1)
অউম
(1)
অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২
(1)
অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী
(1)
অর্পিত সম্পত্তি আইন
(1)
আওরঙ্গজেব
(1)
আদি শঙ্কর বা শঙ্করাচার্য
(1)
আর্য আক্রমণ তত্ত্ব
(1)
আসাম
(1)
ইতিহাস
(1)
ইয়াকুব মেমন
(1)
উত্তরপ্রদেশ
(1)
এপ্রিল ফুল
(1)
ওঁ
(1)
ওঁ কার
(1)
ওঁম
(1)
ওম
(1)
কবি ও সন্ন্যাসী
(1)
কাদের মোল্লা
(1)
কারিনা
(1)
কালীঘাট মন্দির
(1)
কাশী বিশ্বনাথ মন্দির
(1)
কৃষ্ণ জন্মস্থান
(1)
কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না?
(1)
কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে
(1)
কেশব দেও মন্দির
(1)
খ্রিস্টান সন্ত্রাসবাদ
(1)
গনেশ পূজা
(1)
গুজরাটের জঙ্গি হামলা
(1)
জাতিগত নির্মূলীকরণ
(1)
জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের
(1)
জেএমবি
(1)
দেশের শত্রু
(1)
ধর্ম
(1)
ধর্মযুদ্ধ
(1)
নবদুর্গা
(1)
নববর্ষ
(1)
নালন্দা
(1)
নালন্দা বিশ্ববিদ্যালয়
(1)
নোয়াখালি
(1)
পঞ্চ দেবতার পূজা
(1)
পহেলা বৈশাখ
(1)
পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল
(1)
পাকিস্তানী হিন্দু
(1)
পূজা
(1)
পূজা ও যজ্ঞ
(1)
পূজার পদধিত
(1)
পৌত্তলিকতা
(1)
ফেসবুক
(1)
বখতিয়ার খলজি
(1)
বরিশাল দাঙ্গা
(1)
বর্ণপ্রথা
(1)
বর্ণভেদ
(1)
বলিউড
(1)
বাঁশখালী
(1)
বিহার
(1)
বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন
(1)
বৈদিক ধরম
(1)
বৌদ্ধ দর্শন
(1)
বৌদ্ধ ধর্ম
(1)
ভারত
(1)
মথুরা
(1)
মরিচঝাঁপি
(1)
মানব ধর্ম
(1)
মিনি পাকিস্তান
(1)
মীরাট
(1)
মুক্তমনা
(1)
মুক্তিযুদ্ধ
(1)
মুজাফফরনগর দাঙ্গা
(1)
মুম্বাই ১৯৯৩
(1)
মুলতান সূর্য মন্দির
(1)
মুলায়ম সিং যাদব
(1)
মুসলিম তোষণ
(1)
মুসলিম ধর্ষক
(1)
মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প
(1)
মুহাম্মদ বিন কাশিম
(1)
মূর্তি পুজা
(1)
যক্ষপ্রশ্ন
(1)
যাদব দাস
(1)
রথ যাত্রা
(1)
রথ যাত্রার ইতিহাস
(1)
রবি ঠাকুর ও স্বামীজী
(1)
রবি ঠাকুরের মা
(1)
রবীন্দ্রনাথ ও স্বামীজী
(1)
রবীন্দ্রনাথ ঠাকুর
(1)
রিলিজিওন
(1)
রুমি নাথ
(1)
শক্তিপীঠ
(1)
শঙ্করাচার্য
(1)
শিব লিংগ
(1)
শিব লিঙ্গ
(1)
শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার
(1)
শ্রীকৃষ্ণ
(1)
সনাতন ধর্ম
(1)
সনাতনে আগমন
(1)
সাইফুরস কোচিং
(1)
সালমান খান
(1)
সোমনাথ
(1)
স্বামী বিবেকানন্দ
(1)
স্বামীজী
(1)
হিন্দু ও বৌদ্ধ ধর্ম
(1)
হিন্দু জঙ্গি
(1)
হিন্দু ধর্ম
(1)
হিন্দু ধর্ম গ্রহন
(1)
হিন্দু বিরোধী মিডিয়া
(1)
হিন্দু মন্দির
(1)
হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই
(1)
হিন্দুধর্মে পৌত্তলিকতা
(1)
হিন্দুরা কি পৌত্তলিক?
(1)
১লা বৈশাখ
(1)
১৯৭১
(1)
Total Posts: 309
Total Comments: 248
Total Comments: 248
No comments:
Post a Comment