শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Wednesday, February 20, 2013

পশ্চিমবাংলাতে আবারও হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের তাণ্ডবঃ অসহায় মানবতা





ভারতে পশ্চিমবঙ্গের পুলিশ বলছে
, এক মুসলমান ধর্মপ্রচারক সন্দেহভাজন ছিনতাইবাজদের গুলিতে নিহত হওয়ার পরে কলকাতার আশেপাশের কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং, জয়নগর-কুলতলি, ভাঙ্গর এবং হাওড়া জেলার অনেক অঞ্চল থেকে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে প্রায় ১৫০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কয়েকটি এলাকায় ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য বলছেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে পুলিশ-প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা তো ঘটনাটা নিয়ে কথা বলতে চাইছেন না তবে উর্দ্ধতন পুলিশ অফিসাররা জানিয়েছেন ক্যানিং এলাকায় ধর্মপ্রচার সেরে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার সময়ে সোম আর মঙ্গলবারের মধ্যবর্তী গভীর রাতে সন্দেহভাজন ছিনতাইকারীরা আক্রমণ করে রুহুল কুদ্দুস ও তাঁর সঙ্গী সিরাজ ইসলামকে গুলিতে নিহত হন রুহুল কুদ্দুস তাঁর বাসস্থান দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফ এলাকায় খবর পৌঁছলে সেখানকার মানুষ অশান্ত হয়ে ওঠেন ধর্মপ্রচারের কারণে বিস্তীর্ণ অঞ্চলে মুসলমানদের মধ্যে তিনি পরিচিত ছিলেন সব জায়গাতেই উত্তেজনা ছড়াতে থাকে ক্যানিং এলাকায় ৪ টি হিন্দু গ্রামের ১৫০টিরও বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয় অথচ আহত ইমামকে প্রথম উদ্ধার করে হিন্দুরাইপ্রথমে প্রশাসন কাজে নামতে কিছুটা দেরি করে বলে অভিযোগ উঠেছে কলকাতার মিনি পাকিস্তান অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকা পার্ক সার্কাস আর মেতিয়া বুরুজ থেকে ট্রাকে ট্রাকে মুসলমান গিয়ে হিন্দুদের মারতে থাকেবিশাল পুলিশবাহিনী, ৠাপিড অ্যাকশন ফোর্স, দমকলবাহিনী প্রভৃতি পৌঁছয় ক্যানিং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরাও চলে যান তবে ততক্ষণে কলকাতা আর হাওড়ার অনেক জায়গাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে সবথেকে বেশি উত্তেজনা এখনও রয়েছে জয়নগর-কুলতলি এলাকায় সেখানে উত্তেজনা যাতে আর না বাড়ে, সেজন্য আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে জয়নগর এলাকায় কয়েকটি হিন্দু সংগঠন পথ অবরোধ করেছিল আজ সকালেতাদের লাঠি চালিয়ে সরিয়ে দেয় পুলিশ ভাঙ্গড় এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন মুসলমান সম্প্রদায়ের মানুষজন তবে বাড়িতে অগ্নিসংযোগ বা অন্য কোনও হিংসাত্মক ঘটনা আজ আর নতুন করে কোথাও ঘটে নি দমকল মন্ত্রী জাভেদ খান বিবিসিকে বলেছেন যে শেষমেশ বুধবার সকালের দিক থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে, যদিও উত্তেজনা এখনও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মহাকরণে ধর্মঘট নিয়ে কথা বলতে গিয়ে একাধিকবার ক্যানিংয়ের ঘটনাটার ইঙ্গিত দিয়েছেন কোন্‌ এলাকায়, কী হয়েছে, সেসব কিছু না বললেও তিনি বলেছেন যে দাঙ্গার পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করা হবে, যে কেউ, কোনও ইস্যুতে পথ অবরোধ, অগ্নিসংযোগ করবেন, দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে -- এটা প্রশাসন হতে দেবে না https://www.facebook.com/media/set/?set=a.2979335299556.76261.1747135761&type=1

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Violence-after-villager-murder/articleshow/18584231.cms


https://www.facebook.com/tapan.ghosh.1297/posts/418504664910659

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী