ভারতে পশ্চিমবঙ্গের পুলিশ বলছে, এক মুসলমান ধর্মপ্রচারক সন্দেহভাজন ছিনতাইবাজদের গুলিতে নিহত হওয়ার পরে কলকাতার আশেপাশের কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে৻ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং, জয়নগর-কুলতলি, ভাঙ্গর এবং হাওড়া জেলার অনেক অঞ্চল থেকে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে৻ প্রায় ১৫০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে৻ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৻ তবে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য বলছেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে৻ পুলিশ-প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা তো ঘটনাটা নিয়ে কথা বলতে চাইছেন না৻ তবে উর্দ্ধতন পুলিশ অফিসাররা জানিয়েছেন ক্যানিং এলাকায় ধর্মপ্রচার সেরে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার সময়ে সোম আর মঙ্গলবারের মধ্যবর্তী গভীর রাতে সন্দেহভাজন ছিনতাইকারীরা আক্রমণ করে রুহুল কুদ্দুস ও তাঁর সঙ্গী সিরাজ ইসলামকে৻ গুলিতে নিহত হন রুহুল কুদ্দুস৻ তাঁর বাসস্থান দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফ এলাকায় খবর পৌঁছলে সেখানকার মানুষ অশান্ত হয়ে ওঠেন৻ ধর্মপ্রচারের কারণে বিস্তীর্ণ অঞ্চলে মুসলমানদের মধ্যে তিনি পরিচিত ছিলেন৻ সব জায়গাতেই উত্তেজনা ছড়াতে থাকে৻ ক্যানিং এলাকায় ৪ টি হিন্দু গ্রামের ১৫০টিরও বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়৻ অথচ আহত ইমামকে প্রথম উদ্ধার করে হিন্দুরাই। প্রথমে প্রশাসন কাজে নামতে কিছুটা দেরি করে বলে অভিযোগ উঠেছে৻ কলকাতার মিনি পাকিস্তান অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকা পার্ক সার্কাস আর মেতিয়া বুরুজ থেকে ট্রাকে ট্রাকে মুসলমান গিয়ে হিন্দুদের মারতে থাকে। বিশাল পুলিশবাহিনী, ৠাপিড অ্যাকশন ফোর্স, দমকলবাহিনী প্রভৃতি পৌঁছয় ক্যানিং অঞ্চলে৻ তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরাও চলে যান৻ তবে ততক্ষণে কলকাতা আর হাওড়ার অনেক জায়গাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে৻ সবথেকে বেশি উত্তেজনা এখনও রয়েছে জয়নগর-কুলতলি এলাকায়৻ সেখানে উত্তেজনা যাতে আর না বাড়ে, সেজন্য আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে৻ জয়নগর এলাকায় কয়েকটি হিন্দু সংগঠন পথ অবরোধ করেছিল আজ সকালে। তাদের লাঠি চালিয়ে সরিয়ে দেয় পুলিশ৻ ভাঙ্গড় এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন মুসলমান সম্প্রদায়ের মানুষজন৻ তবে বাড়িতে অগ্নিসংযোগ বা অন্য কোনও হিংসাত্মক ঘটনা আজ আর নতুন করে কোথাও ঘটে নি৻ দমকল মন্ত্রী জাভেদ খান বিবিসিকে বলেছেন যে শেষমেশ বুধবার সকালের দিক থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে, যদিও উত্তেজনা এখনও রয়েছে৻ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মহাকরণে ধর্মঘট নিয়ে কথা বলতে গিয়ে একাধিকবার ক্যানিংয়ের ঘটনাটার ইঙ্গিত দিয়েছেন৻ কোন্ এলাকায়, কী হয়েছে, সেসব কিছু না বললেও তিনি বলেছেন যে দাঙ্গার পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করা হবে, যে কেউ, কোনও ইস্যুতে পথ অবরোধ, অগ্নিসংযোগ করবেন, দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে -- এটা প্রশাসন হতে দেবে না৻ ১। https://www.facebook.com/media/set/?set=a.2979335299556.76261.1747135761&type=1
২।http://timesofindia.indiatimes.com/city/kolkata/Violence-after-villager-murder/articleshow/18584231.cms
৩।https://www.facebook.com/tapan.ghosh.1297/posts/418504664910659