সঞ্জয় সরকার
আপনি হিন্দু, আপনার মহত্ত্ব কিসে?শুধু পুঁথিগত শাস্ত্রে?নাকি জীবনাচরণে?(তুলনামূলক
ধর্মজিজ্ঞাসা)
ইসলাম
|
সনাতন ধর্ম
|
১। হে মুমিনগণ! নিহতদের ব্যাপারে
তোমাদের জন্য কিসাসের (খুনের বদলে খুন) বিধান দেওয়া হইয়াছে স্বাধীন ব্যক্তির
বদলে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাস
ও নারীর বদলে নারী....। কোরান- ২/১৭৮
|
১।
যুদ্ধে স্বজনাদিগকে নিহত করিয়া আমি মঙ্গল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি জয়লাভ করিতে চাহি না, সুখভোগও চাহি না। হে
জনার্দন, পৃথিবীর
রাজত্বের কথা দূরে থাক, ত্রৈলোক্য
রাজ্যের জন্যইবা দুর্যোধনাধিকে বধ করিলে আমাদের কি সুখ হইবে? গীতা-১/৩১,৩৫
|
২। পুরুষ
নারীর কর্তা, কারণ
আল্লাহ্ তাহাদের এক-কে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং এইজন্য যে, পুরুষ তাহাদের ধন-সম্পদ ব্যয় করে। সুতরাং
সাধ্বী স্ত্রীরা অনুগতা এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ্ যাহা সংরক্ষিত করিয়াছেন, তাহা হিফাযত করে। স্ত্রীদের
মধ্যে যাহাদের অবাধ্যতার আশংকা কর তাহাদের সদুপদেশ দাও, তারপর তাহাদের প্রহার কর।কোরান-৪/৩৪
|
২। হে
বিদ্বানগণ! আপনারা জানিয়া রাখুন, আমাদের
স্বামী স্ত্রী উভয়ের হৃদয় জলের ন্যায় পরস্পর মিলিত থাকিবে। যেমন
প্রাণবায়ু আমাদের নিকট প্রিয়, পরমাত্মা
যেমন সকলের প্রিয়, উপদেষ্টা
যেমন শ্রোতাদের নিকট প্রিয়, আমাদের
একের আত্মা অন্যের প্রতি সেইরূপ প্রিয় হইবে। ঋগ্বেদ, ১০/৮৫/৪৭
|
৩। হে মুমিনগণ! তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন
করিও না যাহা তোমাদের নিকট প্রকাশ হইলে তাহা তোমাদেরকে কষ্ট দিবে। কুরআন
নাযিলের সময় তোমরা যদি সেইসব বিষয়ে প্রশ্ন কর তবে উহা তোমাদের নিকট প্রকাশ করা
হইবে। কোরান-৫/১০১
|
৩। গুরুচরণে
দণ্ডবৎ প্রণাম দ্বারা নানা বিষয় প্রশ্নদ্বারা এবং গুরুসেবা দ্বারা সেই জ্ঞানলাভ
কর, জ্ঞানী
তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করিবেন। গীতা-৪/৩৪
|
৪। বল, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! তুমি
যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান কর এবং যাহার ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও; যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান কর, আর যাহাকে ইচ্ছা তুমি হীন কর।মুমিনগণ যেন
মুমিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে। আল্লাহ্ তো কাফিরদেরকে পছন্দ করেন না। কোরান-৩/২৬,১৮,৩৩
|
৪। আমি
সর্বভূতের পক্ষেই সমান। আমার
দ্বেষ্যও নাই, প্রিয়ও
নাই। কিন্তু
যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাঁহারা আমাতে অবস্থান করেন এবং আমিও সে সকল
ভক্তেই অবস্থান করি। গীতা-৯/২৯
|
No comments:
Post a Comment