শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Saturday, July 21, 2012

ইতিহাসে আমাদের বধিরতা


অরুন চন্দ্র মজুমদার



ইতিহাস জানা দরকার
, কিন্ত ইতিহাসের নামে ভুল বা মিথ্যাচার শিখালে কী হয়? নিশ্চয় জাতি বধির হয় - আশাকরি অনেকেই আমার সাথে এ বিষয়ে একমত হবেনআরো একমত হবেন, বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশ ও বাঙ্গালী জাতীর ভুল বাল ইতিহাস নিয়ে আমরা বধির হয়ে আছিএ বধিরতা এমনিতে তৈরী হয়নি, এটি একটি গোষ্ঠি কর্তৃক অত্যন্ত সচেতনভাবে তৈরী করা হয়েছেযা শুরু করা হয়েছিল বৃটিশ পরবতী পাকিস্তানি শাসক গোষ্ঠির মাধ্যমে এবং দুঃখ জনক হলেও সত্যি যে স্বাধীনতা পরবতী বাংলাদেশের সব কটি সরকারের পৃষ্ঠপোষকতায় এ ধারা অব্যাহত আছে যাকে এক কথায় বলা যায় ইতিহাস বিকৃতির অব্যাহত ধারাজ্ঞান পিপাসু শিক্ষাথীদের কাছে ইতিহাসের সত্যিকারের ঘটনা উপস্হাপন না করে আংশিক পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করে উপস্হাপন করাটাই হলো ইতিহাস বিকৃতিএর ফলে প্রকৃত ঘটনা হারিয়ে ইতিহাসের নতুন অবয়ব প্রকাশিত হয়শিক্ষার্থীরা সে বিকৃত ইতিহাস পড়ে বিকৃত চিন্তা ধারন করে বিধায় কর্মক্ষেত্র সহ সামাজিক জীবনের সকল স্তরে এর প্রতিফলন দেখা যায়

০১) এ উপমহাদেশের মধ্য যুগে ইতিহাস পড়ার সময় একটু খেয়াল করলে দেখবেন ক্ষুদ্র পরগনার মালিক থেকে মুসলিম রাজা বাদশাদের কিভাবে উপস্হাপন করা হয়েছেমধ্য যুগের ইতিহাসে উপমহাদেশের বড় কিংবা ছোট যত কৃর্তিমান ও জনকল্যান মূলক স্হাপনা দেখবেন, এ স্হাপনা গুলোর নামের সাথে হিন্দু রাজা মহারাজাদের নাম জড়িতঅথচ ইতিহহাসের পাঠ্য বইয়ে এসব হিন্দু রাজা মহারাজাদের নাম খুঁজে পাবেন নাসামান্য যা পাবেন তাদেরকে সুশাসক হিসেবে দেখানো হয়নিঅথচ ইতিহহাসের পাঠ্য বইয়ে সুলতান মাহমুদ গোরীর মত দস্যুদেরকে বীর হিসেবে পড়ানো হয়, যে কিনা ১৭ বার এ বাংলায় আক্রমন করে লুটতরাজ করেছে, বিধর্মীদের জোর করে ধর্মান্তর, দাস হিসেবে বিক্রি, নারীত্বের অববমনাননা ও সম্পদ লুন্ঠন করেছে।। 

০২) ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্ধৌলার পরাজয়ের মাধ্যমেবাংলার ইতিহাসে নবাব সিরাজুদ্ধৌলাকে দেশদেশ প্রেমিক নবাব এবং তার সেনাপতি মীর জাফর আলী খাকে বিশ্বাস বিশ্বাস ঘাতক হিসেবে হিসেবে চিত্রায়ন করা হয়েছে এবং এটা আমরা সবাই জানি পাঠ্য বইয়ে লিখিত ইতিহাসের বদৌলতেকিন্তু যেভাবে মীর মদন ও মোহন লালদের বীরত্ব, দেশ প্রেম ও যুদ্ধে যেভাবে বীরগতি প্রাপ্ত হয়েছে পাঠ্য বইয়ে লিখিত ইতিহাসের পাতায় সেভাবে উপস্হাপন না করে অত্যন্ত দায় সারা ভাবে তাদের কে স্হান দেয়া হয়েছেএর কারন মোহন লাল, মীর মদনরা হিন্দু, আর হিন্দুদেরকে ইতিহাসের পাতায় বীরে ভূমিকায় মানায় না

০৩) ইষ্ট ইন্দিয়া কোম্পানী বাংলার শাসন ব্যবস্হা দখলে নেবার পর পর্যায়ক্রমে উপমহাদেশের বিভিন্ন রাজ্য বিভিন্ন কৌশলে দখল করেবিভিন্ন রাজা মহারাজারা সহজে বৈশ্যতা স্বীকার করেনি, এক্ষেত্রে অনেকে যুদ্ধ করেও রাজ্য হারিয়েছেন, অনেকে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হয়েছেনতাদের দেশ প্রেম ও বীরত্বের কথা বাংলাদেশের পাঠ্য বইয়ের ইতিহাসে স্হান পায়নি, যেভাবে স্হান দেয়া হয়েছে, টিপু সুলতানের মুসলিম শাসকদেরবরং কোথাও কোথাও এসব দেশোপ্রেমী বীর ও বীরগতি প্রাপ্ত রাজা মহারাজাদের উপস্হাপন করা হয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে, যাতে হিন্দু শিক্ষার্থীরা বিব্রতকর অবস্হায় পড়ে এবং নিজ ধর্ম, কৃষ্টির প্রতি ভীতশ্রদ্ধ হয় 

০৪) ইংরেজ শাসনের ২০০ বছরের মধ্যে বিরোধী বা ইংরেজ বিতাড়ন আন্দোলনে নেতৃত্ব ও প্রান দিয়েছেন যারা, প্রথম দিগ থেকে শেষোব্দি শতভাগ স্বদেশী হিন্দুএসব হতভাগ্য বীর স্বদেশী শহীদ হিন্দু যুবকদের নাম ঠাই পেয়েছে মুক্তি যুদ্ধ জাদুঘরের দেয়ালেএদের বীরত্ব, দেশ প্রেম ও আত্মত্যাগের ইতিহাস তেমন ভাবে ঠাঁই হয়নি শিক্ষার্থীদের পাঠ্য ইতিহাস বইয়ের পাতায়, যেমন ভাবে জোর দিয়ে পড়ানো হয় মুসুলিম ইতিহাস

০৫) ১৯৪৭ সালের দেশ বিভাগের জন্য হিন্দুদের দায়ী করা হয়ইতিহাসের পাতায় ঠাঁই পায়নি মুসলিগের নেতা কায়দা আযম জিন্নাহ্ একান্ত ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে ছিটকে পড়েছিলেন, আর তিনি পতিত অবস্হা থেকে উত্তোরণের জন্য টু নেশন থিওরী দিয়ে মুসলিম জনগনকে আকৃষ্ট করে সামপ্রদায়িকতাকে উস্কে দিয়ে ভারত ভাগে সফল হয়েছন

০৬) পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে বাংলা, অখন্ড পাকিস্তানের জাতীয় পার্লামেন্টে এ দাবী প্রথন উত্থাপন করেছিলেন জাতীয় পরিষদের সদস্য শ্রী ধীরেন্দ্র নাথ দত্তভাষা আন্দোলনের ইতিহাসে নাম সেভাবে লিখা হয়নি, আলোচিত হয়না টিভি কট শো গুলিতে ভাষা আন্দোলনে শ্রী ধীরেন্দ্র নাথ দত্ত ভূমিকা ও প্রশ্নাতীত ভূমিকা নিয়েকেননা তিনি একজন হিন্দু, হিন্দুদের আবার ইতিহাস হয় নাকি? 

০৭) ১৯৭১ সালে একটি হিন্দুও রাজাকার হিসেবে পাওয়া যাবে নাপাকিস্তানী সেনাবাহিনী যেখানে সার্চ করেছে সেখানেই বলেছে মালাউন কাঁহা”? মানে মুক্তি মানে হিন্দু, আর হিন্দু মানে মুক্তিসে মহান মুক্তি যুদ্ধে এদেশের শতভাগ হিন্দুর প্রত্যেকেই কিছু না কিছু হারিয়েছনআপনারাই বলুন মহান মুক্তি যুদ্ধে বাংলাদেশের হিন্দুদের ভূমিকা কি সেভাবে গুরুত্ব পেয়েছে, যেভাবে হিন্দুরা আত্মত্যাগ করেছে?

বিশেষ করে ১৯৪৭ (পাকিস্তান) হতে আজ অবধি ডিগ্রীধারী মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত শিক্ষিত হয়েছেন কত জন? এর কারণ হলো ১৯৪৭ (পাকিস্তান) হতে আজ অবধি প্রচলিত শিক্ষা ব্যবস্হাস্বাধীনতা পরবর্তী আমাদের সরকারগুলি একদিকে আধুনিক ও অসাম্প্রদায়িক চেতনার কথা বলছে, আর অন্য ইতিহাস বিকৃতির মাধ্যমে এক পক্ষকে গোঁড়া ও সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেফলাফল যা হচ্ছে ওদের কাছে অনেকটা ইতিহাস বিকৃতির সুফল!! 

2 comments:

  1. uff bhoyonkor bislashon dhormi lekha

    ReplyDelete
  2. Boshnab Shova MondirJuly 24, 2012 at 9:57 AM

    kuve volo korcen.........

    ReplyDelete

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী