গত কিছুদিন থেকে অনলাইনে বাংলাদেশের প্রশাসনে হিন্দু অফিসারদের নামের লিস্ট বানিয়ে প্রচার করা হচ্ছে যে হিন্দু রা প্রশাসন দখল করে নিল.......
এর পিছনে উসকানি দিচ্ছে বিএনপি জামায়াতের মুখপত্র দৈনিক আমার দেশ।
সিরাজুল ইসলাম নামধারী এই নরপশু গত ২২ নভেম্বর ২০১৩ তে দৈনিক আমার দেশে লিখে
//বাংলাদেশের প্রশাসনে হিন্দু কর্মকর্তার সংখ্যা খুবই দৃষ্টিকটুভাবে অনানুপাতিক।
কিছুকাল আগে একটা হিসেবে দেখেছিলাম, ৬৪ জেলার মধ্যে ৪২টিতেই ডেপুটি কমিশনার (প্রধান প্রশাসক) হিন্দু। আরও কিছু হিসেব এ রকম : সচিবালয়ে ৩ জন সচিব, ৩৪ জন অতিরিক্ত সচিব, ১৩১ জন যুগ্ম সচিব এবং ১২৫ জন উপসচিব এখন হিন্দু। ৫৩ জন সিনিয়র সহকারী সচিব, ৯৬ জন সহকারী সচিব এবং ৪ জন অতিরিক্ত বিভাগীয় কমিশনারও অমুসলিম। বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করে থাকেন এসব কর্মকর্তা। নির্বাচনে প্রকৃত ভোট গণনা করা হবে, না আগ থাকতেই ভরাট করা বিকল্প ব্যালট বাক্সগুলো গণনার জন্য হাজির করা হবে, অথবা অন্য কোনোভাবে কারচুপি হবে কিনা সবই নির্ভর করছে এসব কর্মকর্তার ওপর। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আসীন থাকলে নির্বাচনের দায়িত্বে নিযুক্ত এসব কর্মকর্তা তার নির্দেশ পেলে কারচুপি করবেন না বলে বিশ্বাস করা কঠিন। খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী ১৮ দলের জোট এবং বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ সে জন্যই শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করে না।//
বিস্তারিত এখানেঃ
http://www.amardeshonline.com/pages/details/2013/11/22/225350#.Uv19QPmSzD4
বাংলাদেশের হিন্দুদের নিজের মিত্র বুঝে নেওয়া উচিত। আওয়ামী লীগ আপনাদের ব্যবহার করছে কিন্তু বিএনপি জামায়াত কখনই চায় না আপনারা এই দেশে থাকুন। তারা আরব ইসলামি সাম্রাজ্যবাদ চালু করতে চায়। তার প্রমাণ দৈনিক আমার দেশ।
২০১৪ সালে আবার এই চরম হিন্দু বিদ্বেষী দৈনিক লিখেঃ ‘বাংলাদেশের হিন্দুরা কি সুবিধাবঞ্চিত, নাকি সর্বাধিক সুবিধাপ্রাপ্ত’ এই শিরোনামে লেখা। সেখানে তারা কেচ্ছা কাহিনী দিয়ে প্রমাণ করতে চায়, বাংলাদেশের হিন্দুরা সবকিছু দখল করে নিচ্ছে।
কি ভাষা দেখুন। রুচি হচ্ছে না আমার।
এখানে দেখুনঃ http://www.amardeshonline.com/pages/details/2014/06/12/246523#.VasSYqSqqko
কিন্তু কৌশলে কত % হিন্দু অফিসার তা এড়িয়ে গিয়ে টোটাল নামের লিস্ট নিয়ে মাঠ গরম করার চেস্টা চলছে
পরে জানা গেল যে ৫৮১২ জন অফিসারের মধ্যে, ৪৭৮ জন হিন্দু (~৮%), ---
বাংলাদেশের হিন্দু পপুলেশনের % ও প্রায় ৮%
আর হিন্দু হলেও সমস্যা কোথায়? উনারা তো বিসিএস দিয়ে পাশ করে এসেছেন......
"১৯৯২-৯৩ সনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে মোট ১৩ জন হিন্দু সম্প্রদায়ের ছেলে/মেয়ে প্রথম স্হান অধিকার করে... কিন্তু 'প্রথা' অনুযায়ী এদের মধ্যে থেকে একজন কে ও, আবার বলছি- একজনকে ও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই!!!!!!!! এর মধ্যে চার জন এখন আমেরিকার রির্সাচ ওয়ান লেভেলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন.........।"
১০ মার্চ ২০১৪ জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক সংসদকে জানিয়েছেন, বর্তমানে জনপ্রশাসনে উপ-সচিব থেকে সচিব পদে মোট ২ হাজার ৬০৩ জন কর্মকর্তা রয়েছেন। এসব পদের ২৬৫ জন কর্মকর্তা বর্তমানে ওএসডি। আর উপ-সচিব থেকে সচিব পদের কর্মকর্তাদের মধ্যে মুসলমান ২ হাজার ২৯১, হিন্দু ২৯২, খ্রিস্টান ৬ এবং বৌদ্ধ ধর্মের রয়েছেন ১৪ জন। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
( সূত্রঃ http://goo.gl/flg0Ax )
আপনারাই হিসাব করুন এখন কত শতাংশ হিন্দু?
আর পুরো তালিকা দেখিঃ
বর্তমানে সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 3 out
of Total: 72
http://www.mopa.gov.bd/pmis/Forms/seclist.php
বর্তমানে অতিরিক্ত সচিবদের মধ্যে হিন্দু তালিকা 34 out
of Total : 239
Click This Link
বর্তমানে যুগ্ম সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 131
out of Total : 1017
Click This Link
বর্তমানে উপসচিবদের মধ্যে হিন্দু তালিকা: 125
out of Total : 1316
http://www.mopa.gov.bd/pmis/Forms/dslist.php
বর্তমানে সিনিয়র সহকারি সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 53 Out
of Total : 1441
Click This Link
বর্তমানে সহকারি সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 96 out
of Total : 1049
Click This Link
বিভাগীয় কমিশনার পদে হিন্দু তালিকা: 0 out
of total : 7
Click This Link
অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে হিন্দু তালিকা: 4 out
of total : 18
Click This Link
উপবিভাগীয় কমিশননার পদে হিন্দু তালিকা: 7 out
of total : 64
http://www.mopa.gov.bd/pmis/Forms/dclist.php
অতিরিক্ত উপবিভাগীয় কমিশনার পদে হিন্দু: 11 out
of total : 188
http://www.mopa.gov.bd/pmis/Forms/adclist.php
উপজেলা নির্বাহি অফিসার পদে হিন্দু তালিকা: 14 out
of Total : 401
http://www.mopa.gov.bd/pmis/Forms/unolist.php
আমরা জানি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ৫ জনের ৪ জনই হিন্দু। ২০১৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রথম একজন হিন্দু।
এখানে পড়ুনঃ http://goo.gl/258PPk
২০১৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রথম পেশাগত পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় দুইজনই হিন্দু।
এখানে পড়ুনঃ http://goo.gl/3gVTJN
বাংলাদেশের হিন্দুরা মেধা দিয়ে চান্স পায়। ভারতের মুসলিমরা কোটা সুবিধা পায়। বাংলাদেশের হিন্দুরা তা পায় না।
অথচ এগুলো আড়াল করে বিএনপি জামাত এবং তাদের মতাদর্শীরা হিন্দু গণহত্যার ইন্দন দিচ্ছে এইসব করে।
No comments:
Post a Comment