জমি সংক্রান্ত
বিবাদের জের ধরে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ঘাটপাড়া গ্রামে ২০টি হিন্দু
বাড়িতে হামলার পাশাপাশি ৭ টি মন্দিরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় দুজন মুসলিম দুর্বৃত্তকে আটক করে পুলিশ ।
শনিবার
রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে । স্থানীয় সুত্রে জানা যায়, ঈদের দিন সাড়ে নয়টার
দিকে হঠাৎ ওই এলাকার ২০টি হিন্দু পরিবার এবং ৭টি উপাসনালয়ে আগুন ধড়িয়ে দেয়
দুর্বৃত্তরা। পার্বতীপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের জন্য রওনা
হলে রাস্তায় রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বাধা দেয় হিন্দু বাড়িতে অগ্নিসংগোকারীরা।
ফলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছাতে দেরি হয় । এতে মন্দিরে থাকা দেবতার প্রতিমা,
ধর্মীয়
বই পুস্তুক আগুনে পুড়ে যায়। এরপর থেকেই ক্ষতিগ্রস্থ পরিবার গুলো ছাড়াও অন্য সংখ্য
লঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । এ ঘটানায় দুজনকে আটক করেছে থানা পুলিশ।
এ ঘটনায় এঘটনার সত্যতা স্বীকার করেছেন পার্বতীপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা
রাহীনুর রহমান । তিনি এইবেলাকে বলেন, খবর পেয়ে আমি পুলিশ পাঠাই । ফায়ার সাভিস
সেখাকার আগুন নিয়ন্ত্রন করলে, সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করার
ব্যবস্থা নিই । প্রশাসন এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে । ক্ষতিগ্রস্থ
পরিবারগুলোকে ২০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছি। এঘটনার পর পার্তীপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল আলম এইবেলাকে বলেন, মুসলিম নেতা মোজাহের
আলীকে প্রধান আসামী করে ৩৬ জনের নামে মামলা করা হয়েছে । মোজাহের ও জাকির হোসেন নামের
দুজনক গ্রেফতারও করা হয়েছে । এদিকে এঘটনায় জাতীয় হিন্দু মহাজোট তীব্র নিন্দা
জানিয়েছেন। জাতীয় হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় প্রতিনিধি লক্ষন চন্দ্র বর্মন
শুক্রবার রাত্রেই ঘটনা শোনার পর ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর খোজখবর রাখছেন এবং
প্রশাসনের নিকট সাহায্য সহযোগিতা কামনা করেছেন ।
সূত্র
সূত্র
Ai ghatona jodi True hoy ....Taile ami balbo hindu der baicha thakr theke moira jawya valo......20 family te ki 40 jan o silo na.
ReplyDelete