Salahuddin Quader Chowdhury (The mastermind of the massacres was Salahuddin Quader Chowdhury who is now a BNP M.P in Bangladesh. He and his father, Fazlul Quader Chowdhury, who was a Muslim League leader at the time, led a group of Pakistani Army men to houses of Hindus in Rauzan and murdered them brutally.)
সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি ২০০১ সালে বি এন পি র সংসদ সদস্য ছিলেন।তার বাবা ফজলুল কাদের চৌধুরী তৎকালীন মুসলিম লিগ নেতা। ১৯৭১ সালে চট্টগ্রামের রাউজান ও তার আসেপাশের হিন্দু এলাকাতে নির্বিচারে গণ হত্যা চালায়। পাকিস্তান আর্মিকে হিন্দু বাড়ি চিনিয়ে দিত। নেজে হাতে খুন করেছে অসংখ্য মানুষকে। বর্তমানে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন এই নরপশু।
হিন্দু গনহত্যা, ১৯৭১
মুসলিম বাজার হিন্দু গনহত্যা,১৯৭১
পাকিস্তানি মুসলিম বাহিনীর চালান গনহত্যা, মানুষের পক্ষে এরকম হত্যাজজ্ঞ চালান সম্ভব না
কিছু তথ্যঃ
*প্রায়২৪ লক্ষ্য হিন্দুকে মারা হয় ১৯৭১সালে।
*বাংলাদেশ সরকারের হিসাব মতে মোট মারা যায় ৩০লক্ষ মানুষ। যার শতকরা ৮০ ভাগ ছিল হিন্দু যা সে সময় মোট হারিয়ে (missing population)যাওয়া হিন্দু জনগোষ্ঠীর প্রায় সমান।
*ভারতে আস্রয় নেয়া রিফিউজির প্রায় ৮০ শতাংশ ছিল হিন্দু ।
*সে সময় মুসলিম প্রতিবেশিরা নিজেরা বাঁচতে হিন্দু বাড়িঘর আর দোকানে হলুদ কালি দিয়ে ইংরেজি এইস(H) লিখে রাখত। এভাবে পরিকল্পনা করে হিন্দুদের হত্যা করা হয় ।
১৯৭১ পরবর্তী হিন্দু নিধন ও ধর্ষণঃ
অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরিকে ১৬নভেম্বর, ২০০১ সালে নিজ বাসায় নির্মম ভাবে খুন করে মুসলিম মৌলবাদীরা
সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্ত্রাসীরা জ্ঞান জ্যোতি ভিক্ষুকে খুন করে ২১ এপ্রিল ২০০২ সালে
১> সব গুলো হাতের আঙ্গুল কেটে দিয়েছে বি এন পি সন্ত্রাসীরা ২>২০০১ নির্বাচন পরবর্তী সহিংসতা ৩>মারার পর লাশ ফেলে গেছে সন্ত্রাসীরা
১,২,৩>সিমির আত্মহত্যা ৪> ২০০১ নির্বাচন পরবর্তী গণ ধর্ষণের শিকার ২ হিন্দু মহিলা
২০০১ নির্বাচন পরবর্তী খৃষ্টান সংখ্যা লঘুদের উপর জামাত শিবিরের নির্যাতন
হিন্দু গ্রামে গ্রামে বি এন পি আর জামাত ইস্লামের নির্যাতনের ছবি
সংখ্যা লঘু কিশোরী পূর্ণিমা রানী শিলকে তার বাড়িতে গিয়ে গণ ধর্ষণ করে বি এন পি এবং জামাত কর্মীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তার দোষ ছিল তার বাবা আওয়ামীলীগ সমর্থক
*১৯০১ সালে মোট জন গোষ্ঠীর ৩৩% ছিল হিন্দু
*১৯৭২ সালে ছিল ১৩% হিন্দু
*২০০১ সালে ৯দশমিক৩ % হিন্দু
*যদিও বৌদ্ধ ও খৃষ্টান দের শতাংশ অপরিবর্তিত
No comments:
Post a Comment