অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধন করে মামলা নিষ্পত্তির সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিন করা হয়েছে।
আজ রোববার সচিবালয়ে আইনমন্ত্রীর সভাকক্ষে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন কমিটির সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, এর মধ্যেই মন্ত্রিসভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধন আনা হয়েছে। আগে প্রতিটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল থাকলেও এখন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা জজের নেতৃত্বে এসব ট্রাইব্যুনাল পরিচালিত হবে।
শফিক আহমেদ আরও জানান, গেজেট নোটিফিকেশনের ১২০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির আবেদন জানাতে হবে।
No comments:
Post a Comment