শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Tuesday, July 17, 2012

মাজার-মানত কি হিন্দুর পরিচয় দেয়?

মাজারে হিন্দুদের টাকা। পরে হিন্দুদের মারতে আর লাভ জিহাদে ব্যবহৃত হয়। 




আজ একটা ঘটনা মনে পরে গেল,২০০১এ মহাস্থানগড়ে মাজারের পাশে দাঁড়িয়ে ছিলাম (বগুড়া,আশা করি অনেকেই নাম শুনেছেন,খুব নামকরা এক মাজার আছে);তো দেখলাম এক বড় হিন্দু পরিবার এলো মাজারে শিন্নি দিতে,তাদের নাকি বাচ্চা হবার মানত ছিল এই বাবার দরবারে(ভগবান যেখানে বিফল,বাবারা সেখানে সচল !!!)


এখন আমার প্রশ্ন- কে এই বাবা?


উত্তরঃ তিনি এসেছিলেন আফগান হইতে মাছের পিঠে চড়ে(আফগানিস্তানে মনে হয় অনেক নদী আছে!!!),বাবা আইলেন মহাস্তানে,রাজা পরশুরামের কাছে একটু জমি চাইলেন তার খানকার জন্যরাজামশাই দিলেনআমাদের বাবা চুপি চুপি অবহেলিত হিন্দুদের মুসলিম ছাতার নিচে আনতে লাগলেন(আইখানে আমি বাবারে দোষ দিব না, দোষ দিব সেই সময়ের মহান ব্রাহ্মণদের) 
কিন্তু তাতেও তার মন ভরলনা,শুরু করলেন রাজা হবার স্বপ্ন,কিছু নব্য মুসলমানকে গরু হত্যা করতে লাগালেন,রাজার সহ্য হলনাকিন্তু আমাদের দয়াল বাবা আরও advanced হয়ে বসেছিলেন,আফগান সেনাদের হাতে রেখেছিলেনরাতের অন্ধকার রাজার দুর্গ(মহাস্তানগড়)আক্রমন করলেন,রাজা নিহত হলেনআমাদের দয়াল বাবা এইবার রাজাতার মনে নতুন ইচ্ছা হইল,তিনি রাজা পরশুরামের ছোটবোন শিলা দেবী কে বিয়ের প্রস্তাব দিলেন,দেবী রাজী না হয়াই জোর করলেন দেবীকে (!), শিলা দেবী করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে তাঁর সম্মান রক্ষা করলেন(এই সেই শিলা দেবীর ঘাট)
দয়াল বাবা তো রাজা হয়ে মরে গেলেন,রেখে গেলেন মাজার আর বাবার নামে মানত







বোরকা পরে মাজারে শিল্পা শেঠি আর রাজ কুন্দ্রা 




এখন, আমি নরাধম কি বলি?

যে মানুষ এত বড় বিশ্বাস ঘাতকতা করতে পারে,একটা হিন্দু রাজ্য এইভাবে ধংস করতে পারে,তার নামে,তার মাজারে(কবরে) মানত !!! একটা হিন্দু কোনদিন করতে পারে না, সে যদি হিন্দু হয়ে থাকে তবে,করতে পারে কি? আপনারা কি বলেন?আমরা অন্য ধর্মের প্রতি এতটাই উদার যে ভগবানরে না,দয়াল বাবার কাছে দুই হাত তুলে চাই!!!ধিক, এমন যারা ভাবে,যারা করেতারা কেমন করে আইসব বিশ্বাস ঘাতকদের কাছে মানত করতে পারে !!!তারা ধর্মের জঞ্জাল,হিন্দু সমাজের বোঝা













মাজারে প্রিয়াঙ্কা চোপড়াঃতিনি জানেন কি হিন্দু মেয়েদের ইসলামী সাম্রাজ্যবাদীদের হাতে সূফীরাই তুলে দিত




আইখানেই যদি শেষ করতে পারতাম,
নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম
কিন্তু না,
আমি দেখেছি অনেক গ্রামে,শহরে বুড়া-বিবি (বা কোন আঞ্চলিক নাম) নামের একটা জায়গা থাকে যাতে হিন্দু-মুসলিম সবাই শিন্নি দেয়,ধূপ-ধুনো দেয়true to say,এইগুলো হচ্ছে একেকটা পীর সাহেবদের কবর, যারা বাংলায় এসেছিল বাংলার হিন্দুদের মুসলমান ধরমে দীক্ষা দিতে,তাহলে একজন হিন্দু কিভাবে এই কবরের উপর মানত করে, ধুপ-ধুন দেয়?আইটা একটা অপসংস্কার,যা আমাদের সমাজে ঢুকে পরেছে,একে সংস্কার করতেই হবে,নইলে শতশত অপসংস্কার নিজেদের মাথা তুলে ধরবে
-
হরে কৃষ্ণ
বিপুল মোহন্ত




1 comment:

  1. অনকের ই ভূল ধারনা আছে যে সুফীরা অত্যন্ত উদার ছিলেন,তারা ভারতবর্ষে মুসলিম শাসকদের মত সন্ত্রাসবাজী করে ইসলাম প্রতিষ্ঠা করেন নি।অথচ প্রকৃতপক্ষে ইতিহাস ভিন্ন চিত্র প্রদান করে।

    আমির খুশরাও,ভারতবর্ষে অন্যতম অসাম্প্রদায়িক খ্যতনামা সুফী হিসেবে প্রচারিত যিনি তিনি ইসলাম প্রতিষ্ঠায় আনন্দিত হয়ে বলেন,
    “শুভেচ্ছা হিন্দুস্থান,ধর্মের ঔজ্জল্য,যেখানে আইন সঠিকভাবে পালিত ও সুরক্ষিত হয়।পুরো দেশটি আমাদের পবিত্র যোদ্ধাদের তলোয়ারের দ্বারা নগ্ন বনে পরিনত হয়েছে যার সমস্ত কাঁটা যেন অগ্নিতে দহীভূত।ইসলামের বিজয় হয়েছে,পৌত্তলিকতা নত হয়েছে।যদি জিজিয়া কর প্রদানের মাধ্যমে মৃত্যুদন্ড থেকে বাঁচার আইন না থাকত, হিন্দু নামটি,এর মূল ও শাখা সব ই বিলুপ্ত হয়ে যেত।"
    (K. S. Lal: The Legacy of Muslim Rule in India )

    ReplyDelete

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী