শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Thursday, July 19, 2012

দামেস্কের রাজপথে দুই পক্ষের তীব্র লড়াই






সিরিয়া
য় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সেনাদের মধ্যে চলমান তীব্র লড়াই গতকাল বৃহস্পতিবার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত হয়েছেবিদ্রোহীরা সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয়ের কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে 
স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারীরা জানান, সরকারি প্রশাসনের প্রধান কার্যালয়ের কাছেই নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে বিদ্রোহীরারাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের প্রচণ্ড লড়াইয়ের খবর রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার করেছে
এদিকে রাষ্ট্রীয় টিভিতে গতকাল দেখানো হয়, প্রেসিডেন্ট বাশার নতুন প্রতিরক্ষামন্ত্রীকে শপথ গ্রহণ করাচ্ছেনগত বুধবার আত্মঘাতী বোমা হামলায় প্রতিরক্ষামন্ত্রীসহ সরকারের তিন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশারকে জনসমক্ষে দেখা যাচ্ছিল নাসিরিয়ার সরকারবিরোধী সূত্র ও পশ্চিমা কূটনীতিকেরা গতকাল দাবি করেন, তিনি রাজধানী দামেস্ক ছেড়ে দেশের উপকূলীয় পর্যটন শহর লাতাকিয়ায় অবস্থান করছেনশিয়া অধ্যুষিত লাতাকিয়া এলাকা তাঁর নিজ সম্প্রদায় আলাবি শিয়া সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 
গত বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছেসরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর হামলায় হেলিকপ্টার এবং কামান ব্যবহার করেছে
লন্ডনভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এক বিবৃতিতে জানায়, দামেস্কে গত ২৪ ঘণ্টায় (বুধবার) সরকার ও বিদ্রোহীদের লড়াইয়ে কমপক্ষে ২১৪ জন নিহত হয়েছেএদের মধ্যে বেসামরিক নাগরিক ১২৪ জন, সরকারি সেনা ৬২ জন এবং বিদ্রোহী ২৮ জন
বুধবারের আত্মঘাতী বোমা হামলার পর হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ‘আমি মনে করি, ওই ঘটনায় এটা স্পষ্ট হয়ে গেছে, প্রেসিডেন্ট আসাদ নিয়ন্ত্রণ হারাচ্ছেন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত 
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘সিরিয়া পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা পরিষদকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবেসময় খুবই গুরুত্বপূর্ণরক্তপাত এখনই বন্ধ করতে হবে
এদিকে সিরিয়ায় অবস্থান করা জাতিসংঘ পর্যবেক্ষকদের মেয়াদ আজ শুক্রবার শেষ হচ্ছেনতুন করে পর্যবেক্ষকদের সময় বাড়ানো এবং সিরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের বিষয়টি নির্ভর করছে রাশিয়া ও চীনের ভূমিকার ওপরগতকাল বাংলাদেশ সময় গভীর রাতে নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা
সিরিয়া পরিস্থিতি সম্পর্কে পশ্চিমা মনোভাব এবং দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাশিয়াকে রাজি করাতে জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত কফি আনান এ সপ্তাহে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেনসর্বশেষ বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে সিরিয়া বিষয়ে কথা বলেছেনতবে সিরিয়া বিষয়ে দুই দেশই আগের মতোই বিপরীত অবস্থানে রয়েছে

সিরিয়া আরব বিশ্বে বর্তমানে একমাত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে শিয়া-সুন্নী-দ্রম্নজসহ বিভিন্ন মুসলিম গোষ্ঠী এবং খ্রিস্টান সহ বহু ধর্মীয় ও জাতিগত সম্প্রদায় রয়েছেসরকারে প্রাধান্যে রয়েছে সংখ্যালঘু আলাউইট সম্প্রদায় যারা শিয়া মুসলিমদের একটি শাখাসিরিয়ায় কল্যাণমূলক অর্থনীতি, সাম্রাজ্যবাদ-বিরোধী ও ধর্মনিরপেক্ষ চরিত্র শাসক বাথ পার্টির জাতীয়তাবাদী রাজনীতিরই ফসল


এখন প্রেসিডেন্ট বাসারের পতন হলে সেখানে উগ্র ইসলামী শক্তি ইসলামিক ব্রাদারহুডের উত্থান ঘটবে। সিরিয়ার মুসলিম ব্রাদারহুডের সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালে তিনি ব্যাপক দমন অভিযান চালিয়ে সংগঠনটিকে একেবারে ধ্বংস করে দেনদীর্ঘ ৩০ বছর পর এই ধ্বংসস্তূপের নিচ থেকে ব্রাদারহুড আবার উঠে দাঁড়িয়েছে এবং এখন সিরিয়ার একটি অন্যতম শক্তিশালী সংগঠনরূপে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে
ব্রাদারহুডের একজন নেতা মুলহেম দ্রাউবি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা বাশার আল আসাদের পতনের জন্য সংগ্রাম করছি, গণভিত্তি খোঁজার জন্য নয়মুক্ত সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের প্রতিযোগিতার বিষয়টি আমরা ছেড়ে দিয়েছি

সৌদি ওয়াহিবারা যে সব সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে বিপুল অর্থ দিয়ে সাহায্য করে তার অন্যতম হচ্ছে মিশরের মুসলিম ব্রাদারহুডএই বিশাক্ত সংগঠনটির প্রতিষ্ঠা ১৯২৮ সালেপ্রতিষ্ঠাতা হাসান আল-বাননাবলাবাহুর্য কট্টরপন্থি লোক ছিলেন বাননাএর শিষ্যরা সবাই বিশ্বজুড়ে নাকি ওয়াহাবীবাদ কায়েমের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার শপথ নিয়েছিল


ইসলামিক সন্ত্রাস আজ বিশ্বের জন্য হুমকি। তাই আমাদের উচিত প্রেসিডেন্ট বাসারকে সমর্থন করা। 



No comments:

Post a Comment

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী