আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পক্ষে ২৫ নম্বর পেয়ে প্রথম রুপার পদক পেল ধনঞ্জয় বিশ্বাস। এ ছাড়া, বাংলাদেশ এবার দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
ধনঞ্জয় চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাবা মিলন কান্তি বিশ্বাস একজন ব্যবসায়ী এবং মা স্বাস্থ্যসহকারী স্বপ্না রানী দে খুব খুশি ছেলের এই সাফল্যে। দুই ভাইয়ের মধ্যে ধনঞ্জয় বড়। দ্বিতীয়বারের মতো এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয় ধনঞ্জয়। উল্লেখ্য, গত বছর নেদারল্যান্ডে অনুষ্ঠিত ৫২তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করে ধনঞ্জয়। বড় হয়ে গণিত ও পদার্থ নিয়ে পড়তে চায় ধনঞ্জয়।
এছাড়া সৌরভ দাশ বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক পেয়েছে।
ঈশ্বরের অশেষ কৃপা বর্ষিত হোক ধনঞ্জয় বিশ্বাসের ওপর। তারা মেধায় ভর করে বাংলাদেশ ও জাতি অনেক উপকৃত হবে এই প্রত্যাশা আমাদের সকলের।
ধনঞ্জয় বিশ্বাস আমাদের সকলের গর্ব। (আমাদের আগামীর সত্যেন বোস!)
অভিনন্দন বাংলাদেশের গণিত অলিম্পিয়াড দলকে ও তাদের পৃষ্ঠপোষকদের।
হিন্দুবীর হতে
No comments:
Post a Comment