বাড়ির ভিতর দিয়ে রাস্তা করতে না দেওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলায় হিন্দুদের কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে গত মঙ্গলবার, শুক্রবার ও রোববার তিন দফায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ওই গ্রামের সুনীল পালের মেয়ে অষ্টমী রাণী পাল (২৫)।
হামলায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার মতলিব মিয়া নামের ওই গ্রামের এক বাসিন্দাকে পুলিশ আটক করে থানায় নেওয়ার পরেও ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শিবপুর থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিখিত অভিযোগ না থাকায় মতলিব মিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। মামলা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অষ্টমী রাণী বলেন, বাড়ির ভিতর দিয়ে রাস্তা না দেওয়ায় এলাকার প্রভাবশালী মতলিব মিয়া ও তার লোকজন তিন দফায় হামলা চালিয়ে প্রফুল্ল পাল, জগদীশ পাল ও তাদের বাড়িতে লুটপাট ও ভাংচুর করে।
এ ব্যাপারে বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতলিব মিয়ার বাবা দীর্ঘদিন আগে সুনীল পালের কাছে সাত শতাংশ জমি বিক্রি করেছিল। পাল বাড়ির লোকজন ৪০ থেকে ৪৫ বছর ধরে সেখানে পুইন (মাটির পাত্র বানানোর জায়গা) বানিয়ে কাজ করে আসছিল। কিন্তু ওই জায়গাটির কেনো রেজিস্ট্রি হয়নি। এখন বাড়ির ভিতর দিয়ে রাস্তা না দেওয়ার অজুহাতে জায়গাটি আবার দখলে নেওয়ার জন্যই মতলিব মিয়া তিন দফা হামলা চালিয়েছে।”
তিনি বলেন, “মতলিবকে পুলিশ আটক করলে থানায় গিয়ে তিনি জমি রেজিস্ট্রি করে দেওয়ার অঙ্গীকার করে ছাড়া পান। কিন্তু থানা থেকে এসে তিনি ও তার লোকজন কুমারদের ওপর নির্যাতন করছে।”
এ বিষয়ে বক্তব্য জানার জন্য মতলিব মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
No comments:
Post a Comment