আসামে জাতিগত দাঙ্গায় হতাহতের প্রতিবাদে মুম্বাইয়ে ডাকা মুসলমানদের সমাবেশে সহিংসতায় দুই জন নিহত হয়েছে।
আসামে আদিবাসী বোড়ো স¤প্রদায় ও মুসলিম অনুপ্রবেশকারীদের জাতিগত দাঙ্গার প্রতিবাদ জানাতে শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে কয়েকশ’ মুসলমান সমবেত হয়।
এক পর্যায়ে মুসলমানরা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। তারা ১২টি বাস ভাংচুর করে বলে মুম্বাইয়ের পুলিশ কমিশনার জানিয়েছেন। এছাড়া ৩ টিভি চ্যানেলের ওবি ভ্যানে তারা আগুন লাগায় বলে অভিযোগ। তারা সমাবেশ থেকে পুলিশের দিকেও পাথর ছুড়ে মারা হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে।
এতে অন্তত ১৬ জন আহত হয় এবং তাদের মধ্যে দুই জন পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, “আজাদ ময়দানে সহিংসতায় গুরুতর আহত দুজন সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।”
সংঘর্ষের সময় আজাদ ময়দান সংলগ্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ এখন দুই প্রতিবাদকারীর মৃত্যুর কারণ খুঁজে বের করার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি হঠাৎ করে সহিংস হয়ে ওঠার কারণও তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
দক্ষিণ মুম্বাইয়ের আজাদ ময়দানে দুপুরের পর এ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় স্থানীয় রাজা একাডেমি নামের একটি সংগঠন। আসামে মুসলিমদের ওপর আক্রমণ ও মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীর ওপর হামলার নিন্দা জানাতে এ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
No comments:
Post a Comment